বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সিলেটে করোনাভাইরাস সন্দেহে নতুন করে হোম কোয়ারেন্টাইনে ৮৫ জনকে আনা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে আছেন ১ হাজার ৭৫৩ জন। এরমধ্যে সিলেট শহরে ৬৮১, সুনামগঞ্জ জেলায় ২৭৫, হবিগঞ্জ জেলায় ৫১৩ ও মৌলভীবাজারে ২৮৪ জন।
স্বাস্থ্য অধিদফতর সিলেটের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, গত ২৪ ঘণ্টায় সিলেটে ২, সুনামগঞ্জে ২৯, হবিগঞ্জে ৩৭ ও মৌলভীবাজারে ১৭ জনকে নতুন করে কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে।
এছাড়া ১০ মার্চ থেকে এখন পর্যন্ত ছাড়পত্র পেয়েছেন ১২৪৭ জন এবং হাসপাতাল আইসোলেশন থেকে ১৮ জন। এরমধ্যে ১৭ জন সিলেট ও ১ জন হবিগঞ্জ হাসপাতাল আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন। হোম কোয়ারেন্টাইনে থেকে ছাড়পত্র পাওয়াদের মধ্যে সিলেটে ২৫৫, সুনামগঞ্জে ৩০৪, হবিগঞ্জে ৩৬৮ এবং মৌলভীবাজারে ৩৩৭ জন।
স্বাস্থ্য অধিদফতরের সূত্র মতে, গত ২ ফেব্রুয়ারি থেকে সিলেট বিভাগে ২৬ হাজার ৯৪৮ জন সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরসহ তামাবিল স্থলবন্দরসহ বিভাগের ৫টি শুল্ক স্টেশন দিয়ে দেশে আসেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।