প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
প্রাণঘাতি ভাইরাস করোনা একে একে গোটা পৃথিবীর অর্থনীতিতে আঘাত হানছে। এ পরিস্থিতিতে করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে ত্রাণ তহবিল গঠনের ঘোষণা দেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এতে সাড়াও মিলছে বেশ। তারকারা সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। এবার এ তালিকায় যুক্ত হলেন জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার। ২৫ কোটি রুপি অনুদান দেওয়ার অঙ্গীকার করলেন বলিউড এ অভিনেতা। এক টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
মানুষের তরে বরাবরই এগিয়ে আসার ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করেন অক্ষয়। তবে তার কথায়, দান-খয়রাত বা অনুদান দেওয়ার কে আমি? দ্বিতীয় কথা, আমি নিজের দেশকে ভারত মা বলি। আমার এই অনুদান সত্যি বলতে আমার নয়। এটি আমার মায়ের পক্ষ থেকে মাতৃভূমি ভারত মায়ের জন্য।’
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসকে অক্ষয় বলেন, ‘এটাকে আমার দুর্বলতা বা যেকোনও কিছু বলতে পারেন। তবে মহতি কাজে অবদান রাখতে পারার অনুভূতি কখনোই প্রকাশ করতে পারি না আমি।’
অক্ষয়ের টুইটে প্রধানমন্ত্রী নরেন্দ মোদি উত্তরে লিখেছেন, ‘দারুণ পদক্ষেপ অক্ষয় কুমার। আসুন স্বাস্থ্যকর ভারতের জন্য অনুদান করি।’
স্ত্রী টুইঙ্কল খন্না, যিনি অক্ষয়ের কিছু কাজকর্ম নিয়ে সোশ্যাল মিডিয়ায় খোঁচা দিতে ছাড়েন না, তিনিও শনিবার টুইট করেছেন, ‘‘আমি ওর কাজে গর্বিত।’’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।