বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধ ছিল চিহ্নিত শক্রুর বিরুদ্ধে আর এখনকার যুদ্ধ হচ্ছে অদৃশ্য ভাইরাসের বিরুদ্ধে। আর এই যুদ্ধ শুধু বাংলাদেশ নয় সারা বিশ্ব করছে এই যুদ্ধ। সিভিল প্রশাসনের পাশাপাশি পুলিশ ও স্বশত্র বাহিনীর সদস্যরা যুদ্ধ চালিয়ে যাচ্ছে। এজন্য দরকার জনগনের সচেতনা ও সহযোগিতা।
আজ দুপুরে দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম দিনাজপুর প্রেস ক্লাবে গণ মাধ্যম কর্মীদের সু-রক্ষায় মাস্ক ও হ্যান্ড স্যানেটাইজেসন প্রদানকালে এই কথা বলেন।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, সরকার আন্তরিকভাবে জাতীকে ভাইরাসের হাত থেকে রক্ষায় সর্বাত্বক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সরকারের পাশাপাশি আমরাও সকলের সহযোগিতায় সাধারন মানুষের পাশে দাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি।
ইতিমধ্যেই দিনাজপুরের এম আবদুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ৫৫৬টি পিপিইসহ অসহায় জনগোষ্ঠির জন্য খাদ্য ও নগদ অর্থ বরাদ্দ করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।