Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাতক্ষীরায় ২৩৮৯ জন হোমকোয়ারেন্টাইনে

জেলা প্রশাসকের আইসোলেশন ইউনিট পরিদর্শন

সাতক্ষীরা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০২০, ১:১৫ পিএম

সাতক্ষীরায় রোববার (২৯ মার্চ) দুপুর পর্যন্ত ২৩৮৯ জনকে হোমকোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘন্টায় নতুন ২৩২ জন এসেছেন। ছাড়পত্র পেয়েছেন ১০৯ জন।
সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়াত বিষয়টি নিশ্চিত করে জানান, সাতক্ষীরায় কোভিড ১৯ পরক্ষীরা কোনো ব্যবস্থা না থাকলেও অন্যান্য সব ধরণের প্রস্তুতি রয়েছে। জনগণকে সতর্ক ও সচেতন থাকার আহবান জাননো হচ্ছে। তিনি বলেন, সদর হাসপাতালে আইসোলশন ইউনিট প্রস্তুত রাখা হয়েছে। কোনো মানুষের মধ্যে করোনার উপসর্গ পাওয়া গেলে তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হবে পরীক্ষার জন্য।
এদিকে, সকাল ১১ টার দিকে জেলা প্রশাসক এস, এম মোস্তফা কামাল সদর হাসপাতালের আইসোলেশন ইউনিট পরিদর্শন করেন। এসময় তিনি চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ও গাউন প্রদান করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ