Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বরিশালে করোনা ইউনিটে ভর্তির পরপরই নারীর মৃত্যু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০২০, ৯:৫৮ এএম

বরিশালে হাসপাতালের করোনা ইউনিটে নেওয়ার সাথে সাথে এক রোগীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাত ১২টা ৫ মিনিটের দিকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ওই রোগীর মৃত্যু হয়। এর মাত্র ১৫ মিনিট আগে তাকে হাসপাতালের জরুরি বিভাগে তার স্বজনরা নিয়ে আসেন। এরপর সেখান থেকে তাকে করোনা ইউনিটে পাঠানো হয় বলে বলে জানা গেছে। মৃত নিরু বেগম (৪৫) বরিশাল নগরীর কাউনিয়া পুড়ানপাড়া এলাকার মো. দুলালের স্ত্রী।

ওই রোগীর স্বজনদের উদ্বৃতি দিয়ে হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন জানান, এই রোগী ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ৩ দিন আগে বরিশাল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফিরে যান। এরপর বাড়িতে বসে তিনি জ্বর, গলা ব্যথা ও শ্বাসকষ্টে আক্রান্ত হন। শনিবার তার অবস্থার অবনতি হলে তাকে রাত পৌঁনে ১২টার দিকে শের-ই বাংলা মেডিক্যালে ভর্তি করা হয়। তার ডায়বেটিস এবং উচ্চ রক্তচাপ ছিল বলে মুঠোফোনে জানান তার স্বজনরা।

তিনি আরো জানান, তার কোনো স্বজন বিদেশ থেকে আসেননি কিংবা তিনিও বরিশালের বাইরে কোথাও যাননি।

এছাড়া গতকাল রাত পর্যন্ত শের-ই বাংলা মেডিক্যালের করোনা ইউনিটে করোনা সন্দেহে ছয়জন রোগী চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছেন পরিচালক।



 

Show all comments
  • *হতদরিদ্র দীনমজুর কহে* ২৯ মার্চ, ২০২০, ১০:২৩ এএম says : 0
    আসলে সে করোনা আক্রান্ত ছিলো কিনা? বরিশালে করোনা চিকিৎসার সব ব্যাবস্থা আছে কিনা?ডাক্তার নার্সদের সুরখ্খার ব্যাবস্থা আছে কিনা?বরিশাল বিবাগের সরকার ও বিরোধী দলের কোন নেতাদের এই দুঃসময় মানবতার সেবায় ততপরতা দেখছিনা কেনো?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ