বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পুলিশের পানিকামান ব্যবহার হয় বিক্ষোভ দমনে। কখনো গরম কখনো রঙ্গিন পানি ছোঁড়া হয়। এখন সেই পানিকামান দিয়ে করোনা ভাইরাস প্রতিরোধে রাজশাহীতে জীবানুনাশক স্প্রে ছিটানো হচ্ছে নগরীতে। গত কয়েকদিন ধরেই এ কাজ করছে মহানগর পুলিশ বিভাগ। পাশাপাশি সিটি করপোরেশনের পক্ষ থেকেও রাস্তায় জীবানুনাশক স্প্রে ছিটানো হচ্ছে। সেনাবহিনীও নগরীতে জীবানুনাশক স্প্রে করছে। নজর কেড়েছে পুলিশের গাড়িতে করে জীবানুনাশক স্প্রে প্রয়োগের বিষয়টি। ফলে সাধারণ মানুষের মাঝে বিষয়টি নিয়ে ইতিবাচকই মনোভাব তৈরি হয়েছে।
সাহেব বাজার মনিচত্তরের ব্যবসায়ী সদিদ বলেন, পুলিশের এসব সাজোয়া যান এখন দেশের ক্রান্তিকালে মানবসেবায় ব্যবহার হচ্ছে। এটি সত্যিই প্রশংসার দাবিদার। পুলিশ এ কাজটি করে মানবিকতার পরিচয় দিচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।