Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিথর মাহবুবের সচেতনতামূলক মূকাভিনয়ের ভিডিও

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০২০, ১২:০৪ এএম

সাদা পোশাকে মূকাকু যাচ্ছে আর তাকে অনুস্মরণ করছে কালো পোশাকের কয়েকজন। একসময় কালো পোশাকধারীরা ঘিরে ধরে মূকাকুকে। মূকাকু তাদের কাছ থেকে সরে আসতে চায় কিন্তু তারা তার পিছু ছাড়ছে না। মূকাকু ভয়ে আতংকিত হয়ে যায় এক পর্যায়ে কালো পোশাকধারীরা আক্রমণ করে মূকাকুকে। মূকাকু আক্রান্ত হলে কালো পোশাকধারীরা উচ্ছ্বাস প্রকাশ করে। তাদের উচ্ছ্বাসের মধ্যে ভেসে উঠে মূকাকুর মতো আক্রান্ত হওয়া বিশ্ব মানচিত্রের চিত্র। এমনি একটি ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে। ভিডিও চিত্রটিতে স্ক্রলের মাধ্যমে করোনায় করণীয় বিষয়গুলো তুলে ধরা হয়েছে। এটি করোনাভাইরাস নিয়ে জনসচেতনতা মূলক সিম্বলিক একটি মূকাভিনয়ের ভিডিও। যার মাধ্যমে সবাইকে সাবধানতা অবলম্বনের কথা বলা হয়েছে। করোনা ভাইরাসের ভয়াবহতা তুলে ধরতে এবং মানুষকে এই বিষয়ে সচেতন করতে নিজের মূকাভিনয় দিয়ে ভিডিওচিত্রটি নির্মাণ করেছেন মূকাকুখ্যাত নিথর মাহবুব। ভিডিও চিত্রটির নাম দিয়েছেন ‘স্টে সেফ’। ‘নিথর মাহবুব’ নামে তার নিজের ইউটিউব চ্যানেলে ভিডিওটি প্রকাশ করে তা ফেসবুকে শেয়ার করেন। ভিডিওটিতে নিথর মাহবুবের সঙ্গে আরো অভিনয় করেছেন টুটুল, ফয়সাল, শুভ, সুধাংশু ও মুনিয়া। নিথর মাহবুব বলেন, ‘সবাইকে সচেতন করতে টানা দুই দিন পরিশ্রম করে এই ভিডিওটি বানিয়েছি। সামাজিক দায়বদ্ধতা থেকে কাজটি করেছি। কারণ করোনা এমন একটি ভাইরাস যা মানুষের শরীর থেকে শরীরে ছড়াচ্ছে। তাই এখন জনসমাগম করে স্বশরীরে হাজির হয়ে মানুষেকে সচেতন করাটা নিজ এবং দর্শক উভয়ের জন্য ক্ষতিকর। তাই ভিডিও তৈরি করলাম।’ জনসচেতনতা তৈরির লক্ষ্যে তিনি ভিডিওটি দর্শকদের বেশি বেশি শেয়ার করার অনুরোধ জানিয়েছেন।
ছবিঃ নিথর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ