Inqilab Logo

শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

মাইম আর্ট সম্মাননা ও নিথর মাহবুবের একক মূকাভিনয়

প্রকাশের সময় : ১০ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : ১৮ আগস্ট মাই আর্ট সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করেছে মাইম আর্ট থিয়েটার। জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে ওইদিন সন্ধ্যা ৬টায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। একই দিন সন্ধ্যা ৭টায় মঞ্চায়ন হবে জীবনমুখী মূকনাট্য ‘লাইফ ইজ বিউটিফুল’। মাইম আর্ট এর প্রযোজনায় নিথর মাহবুব এর রচনা, নির্দেশনা ও অভিনয়ের সোয়া এক ঘণ্টার একক মূকাভিনয় এটি। দীর্ঘ এক বছর পর নিথর মাহবুব ‘লাইফ ইজ বিউটিফুল’ নিয়ে মঞ্চে উঠছেন। এবারের প্রদর্শনীটি হবে ১৮তম প্রদর্শনী। সর্বশেষ গত বছর ১৮ আগস্ট জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে এটি মঞ্চায়ন হয়। মাইম আর্ট এর সম্মাননা প্রদান অনুষ্ঠানে অতিথি থাকবেন নাট্য ব্যক্তিত্ব ডক্টর ইনামুল হক, নাট্য ব্যক্তিত্য ঝুনা চৌধুরী ও বাংলাদেশ গ্রæপ থিয়েটার ফেডারেমানের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান। বাংলাদেশে মূকাভিনয় শিল্পের প্রচার প্রসারে উল্লেখযোগ্য ভ‚মিকা রাখার জন্যে তিনজন সাংবাদিককে এই সম্মাননা প্রদান করা হবে। এই প্রসঙ্গে নিথর মাহবুব বলেন, বাংলাদেশে মূকাভিনয় শিল্পটি প্রায় বিলুপ্তির পথে চলে যাচ্ছিল। যখন শিল্পটির প্রচার-প্রসার ঘটানোর পরিকল্পনা গ্রহণ করি তখন সাংবাদিক বন্ধুরা তাদের লেখনীর মাধ্যমে সারা দেশে শিল্পটির বিস্তার ঘটাতে অনেক বড় ভ‚মিকা রাখে এবং এখনও রাখছে। সাংবাদিক বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেই এই সম্মাননা। এই অনুষ্ঠানে ‘লাইফ ইজ বিউটিফুল’ নামে একক মূকাভিনয় প্রদর্শনীরও আয়োজন করা হয়েছে। এটি মঞ্চে আসার পর বেশ সাড়া পেয়েছি। কিন্তু টানা সোয়া এক ঘণ্টা মঞ্চে একা মূকাভিনয়ে একটি গল্প উপস্থাপন করা খুবই কষ্ট সাধ্য কাজ, তাছাড়া সহজে মিলনায়তন বরাদ্দ পাওয়া যায় না। কয়েক মাস পর পর যখন বরাদ্দ পাই তখন দলের অন্য প্রযোজনাগুলো মঞ্চায়ন করতে হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাইম আর্ট সম্মাননা ও নিথর মাহবুবের একক মূকাভিনয়
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ