Inqilab Logo

মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯ আশ্বিন ১৪৩১, ২০ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

জেডআরএফ’র হটলাইনে সাড়ে ৬’শ সেবা প্রত্যাশীর ফোন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ মার্চ, ২০২০, ৬:৫৪ পিএম

মহামারী করোনাভাইরাস বিষয়ে পরামর্শ ও স্বাস্থ্যসেবা পেতে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) গত শুক্রবার ২৫ টি হটলাইন নাম্বার চালু করেছে। প্রথম দিনই প্রায় সাড়ে ৬’শ সেবাপ্রত্যাশী ফোন করে বিভিন্ন বিষয়ে পরামর্শ গ্রহণ করেছে বলে জানিয়েছেন জেডআরফের নির্বাহী পরিচালক প্রফেসর ডাঃ ফরহাদ হালিম ডোনার। তিনি বলেন, দেশের এই ক্রান্তিকালে সারা পৃথিবী যখন এক ভয়াল ভাইরাসে আক্রান্ত, মানুষ যখন ভীত সন্ত্রস্ত, অসহায়, সাহায্যের জন্য মুখাপেক্ষী ঠিক তখনই জিয়াউর রহমান ফাউন্ডেশনের একদল অকুতোভয় চিকিৎসক ও বিশেষজ্ঞ চিকিৎসকগণ দ্বারা জরুরী স্বাস্থ্যসেবার উপদেশ দিতে মানুষের পাশে থাকবে। যে কোনো জরুরী প্রয়োজনে আমাদের হটলাইন নম্বরে ফোন জানতে পারবে। বিশেষ কোনো সেবার প্রয়োজন হলে হটলাইনে সেবাদানকারী চিকিৎসকগণ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকগণের সমন্বয়ে গঠিত টিমের সাথে যোগাযোগের ব্যবস্থা করে দিবেন। জিয়াউর রহমান ফাউন্ডেশনের ইতোমধ্যে বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল টিম গঠন করেছে। আমাদের অনেক পরিকল্পনা রয়েছে। দেশের প্রয়োজনে, দেশের মানুষের সেবার প্রয়োজনে যতদিন দরকার এধরনের কর্মসূচী চালু থাকবে।

ডা: ফরহাদ হালিম ডোনার বলেন, আমরা হটলাইন নাম্বার চালুর ঘোষণা দেয়ার পরপরই বিদেশে অবস্থানরত কমপক্ষে ১২ জন বাংলাদেশী ফোন করে পরামর্শ নিয়েছেন। বিভিন্ন বিষয়ে প্রশ্ন করে উপকৃত হয়েছেন। এছাড়া সারা দেশের বিভিন্ন স্থান থেকে প্রায় ৬ শতাধিক লোকজন ফোন করেছেন। আমরা বলেছি- স্বাস্থ্যগত সমস্য দেখা দিলে আতঙ্কিত না হয়ে হটলাইন নাম্বারগুলোতে ফোন করুন। আমাদের চিকিৎসকেরা সন্ধ্যা ৭ টা থেকে রাত ১১ টা পর্যন্ত ফোনে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছেন। প্রয়োজনে তারা আপনাকে বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে ফোনে পরামর্শ করার ব্যবস্থা করে দিবেন। হটলাইন যোগাযোগের ফোন নম্বরসমূহ- ০১৮৯০৩০৯৮৯৩, ০১৭৯৯৪১৬৯৫৯, ০১৮৭৭৭০০০২০, ০১৭৫৮০৮৭৩০০, ০১৭৯০৭৪৯২৭৭, ০১৬২৪০১২২৩০, ০১৫৩১৭৪৫৯৩৪, ০১৭০৬২৪৩৪৮০, ০১৭৫১১৫৪২৫৩, ০১৩১৫৮৭৪১৬১, ০১৭১৫০৬৪৫৭২, ০১৭০১৩৩৮৮৩৩, ০১৭৩৬৫৮১৩৪০, ০১৬৮১২০৭৮৮৭, ০১৭০৬৮৯৪১৬৮, ০১৯৬০৮০৪০৪৩, ০১৯২৩৪২৪৪৪৪, ০১৩১২২৭৮৬০৭, ০১৭৪২১২১০১১, ০১৭৫৩১০৪৪২৪, ০১৮১৮৯৯১৬৬৬, ০১৭০৩২৩০১৬৬, ০১৩০৩০৭৯৩৯৪, ০১৭৫২৬৯৮২৮৫, ০১৫২১১০৪৭৮১।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ