Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

রাজধানীর হকার এখন চাঁদপুরে আইসোলেশনে

চাঁদপুর থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ মার্চ, ২০২০, ৩:০০ পিএম

করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে এক কিশোরকে চাঁদপুরে আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়েছে।
গতকাল শুক্রবার দুপুরে জ্বর কাশি ও সর্দিতে আক্রান্ত হয়ে ওই কিশোর জেলা শহরের রাস্তায় ঘুরছিল। এ সময় স্থানীয় এক যুবকের তা নজরে পড়ে।
দ্রুত অসুস্থ কিশোরকে চাঁদপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। এমনটি বলেন চাঁদপুর জেলা সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ।
তিনি আরো জানান, করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে এক কিশোরকে চাঁদপুর জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়েছে।
তার শরীরের নমুনা সংগ্রহের জন্য আইইডিসিআরকে জানানো হয়েছে।
সিভিল সার্জন আরো জানান, একই সঙ্গে ওই কিশোরের স্বাস্থ্য পরীক্ষাকারী চিকিৎসক ও দুইজন ওয়ার্ড বয়কে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।
হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) সুজাউদ্দোলা রুবেল বলেন, ওই কিশোরের বাড়ি মানিকগঞ্জে। সে আগে ঢাকায় রাস্তায় ফেরি করে বোতলজাত পানি বিক্রি করত।
সম্প্রতি সে লঞ্চে করে চাঁদপুরে আসে। এ সময় ওই কিশোর চাঁদপুর শহরে ঘুরে বেড়িয়েছে। এ সময় জ্বর কাশি ও সর্দিতে আক্রান্ত ছিল সে। স্থানীয় এক যুবক তাকে লঞ্চঘাট থেকে অটোরিকশায় করে গতকাল শুক্রবার হাসপাতালে নিয়ে আসেন।
চাঁদপুরে শুক্রবার বিকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৩৩১ জন হোম কোয়ারেন্টিনে রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ