Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢাকার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হাসপাতালের কোয়ারেন্টিনে সিলেটে

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৮ মার্চ, ২০২০, ১:১৪ পিএম

জ্বর-সর্দি-কাশিতে আক্রান্ত হয়ে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে (সদর হাসপাতাল) ভর্তি হয়েছেন এক শিক্ষার্থী । গতকাল শুক্রবার (২৭ মার্চ) রাতে হাসপাতালে আসে সে। বর্তমানে তাকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের কোয়ারেন্টিন বিভাগে রেখে পর্যবেক্ষণ করছেন কর্তব্যরত চিকিৎসকরা। জানা গেছে, ঢাকায় কয়েকজন প্রবাসীর সংস্পর্শে ছিল ওই শিক্ষার্থী। তার শরীরের স্যাম্পল আজ ঢাকায় পাঠানো হতে পারে, পরদিন রিপোর্ট আসলে নিশ্চিত হওয়া যাবে করোনাভাইরাসে আক্রান্ত কি-না তিনি । স্ব^াস্থ্য অধিদপ্তর সিলেটের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান, গতকাল রাতে ওই শিক্ষার্থী ঢাকা থেকে সিলেটে আসেন। তার বাড়ি সিলেটে। সে ঢাকার একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ঢাকা থেকে ফেরার পথে তার শরীরে জ্বর দেখা দেয়। সঙ্গে সার্দি-কাশিও ছিলো। তাই সে বাড়িতে না গিয়ে রাতেই শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে আসে। বর্তমানে তাকে হাসপাতালের কোয়ারেন্টিন বিভাগে রেখে পর্যবেক্ষণ করা হচ্ছে। পরীক্ষার জন্য তার শরীরের স্যাম্পল আজ আইইডিসিআর-এ পাঠানোর চেষ্টা করা হবে। আশা করি- আজ পাঠালে কালই রিপোর্ট চলে আসবে। ওই শিক্ষার্থীর বক্তব্য মতে- সে ঢাকায় কয়েকজন ইউরোপ প্রবাসীর সংস্পর্শে ছিলো গত কয়েকদিন। তবে সে করোনায় আক্রান্ত কি-না- সেটি আইইডিসিআর থেকে রিপোর্ট পাওয়ার আগ পর্যন্ত বলা যাবে না বলেও জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ