বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
প্রাণঘাতী ভাইরাস করোনার জন্য থমকে গেছে গোটা বিশ্ব। পৃথিবীর অনেক দেশের মত বাংলাদেশেও চলছে লকডাউন। এরই মধ্যে মাস্ক না পরার দায়ে তিন বৃদ্ধকে কান ধরিয়ে দাঁড় করিয়ে ছবি তুললেন যশোরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) সাইয়েমা হাসান। শুধু তাই নয়, সেই ছবি আবার আপলোড করা হয়েছে সরকারি ওয়েবসাইটে। শুক্রবার বিকেলে যশোরের মনিরামপুরে এ ঘটনা ঘটে। রাতে এ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে তিব্র ক্ষোভ ও নিন্দা জানান নেটিজেনরা।
ছবিটি শেয়ার করে লেখক দীপু মাহমুদ তার ফেইসবুক প্রোফাইলে লিখেন, ‘মানুষকে অমর্যাদা করা অন্যায়। ঘোরতর অন্যায়। আমি এই অন্যায়ের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। রাষ্ট্রের কাছে দাবি করছি মানুষের সম্মান রক্ষা করা হোক।’
মাইকেল স্কোফিল্ড লিখেন, ‘আমি নিশ্চিত এই মহিলা কখনো তার পিতার স্নেহ পায়নি, দাদুর আদর পায়নি, নানুর কোলে উঠেনি কখনো। আমি নিশ্চিত এই মহিলার মানুষকে কখনো মানুষ হিসেবে দেখার শিক্ষা পায়নি। প্রজাতন্ত্রের চাকর তার পিতার বয়সী নাগরিককে কানে ধরিয়ে সেটা আবার ভিডিও করছে।’
অনুরোধ জানিয়ে আনিসুর রহমান লিখেন, ‘অতি উৎসাহী হয়ে এসব কাজ করা হয়। অপরাধ করলে তার শাস্তি আছে দেশের প্রচলিত সাংবিধানিক নিয়মে। বাবার বয়সী লোকদেরকে এভাবে অপমান না করলেও পারতেন। আপনাদেরকে সবাই সম্মান শ্রদ্ধা করে দয়া করে তা ম্লান করবেন না।’
‘হয়ত বয়স কম তাই বুঝিনি? আমার মনে হচ্ছে বিসিএস ক্যাডারে উত্তীর্ণ হওয়ার পর প্রশিক্ষন নেননি ছোট আপা! ধিক্কার ছাড়া আর কি বলবো?’ - লিখেছেন সাংবাদিক সাইয়েদ আলম।
ক্ষোভ প্রকাশ করে ফারজানা আখি লিখেন, ‘লজ্জা হয় আপনি বাংলাদেশের একজন ১ম শ্রেণীর কর্মকর্তা! ছিঃ ছিঃ ছিঃ ছিঃ......... ‘
বিচারের দাবি জানিয়ে শামসুজ্জামান নাঈম লিখেন, ‘‘ভাত দেওয়ার মুরোদ নেই, কিল মারার গোঁসাই।’ আপনি কি সবাইকে মাস্ক কিনে দিয়েছেন...? না দিলে বাবার বয়সী এমন মানুষগুলোকে মাস্ক না পরার অপরাধে এভাবে কান ধরে দাঁড় করানোর অধিকার আপনাকে কে দিয়েছে...? আপনার বয়সী উনার ছেলে-মেয়ে কিংবা নাটি-নাতনীও থাকতে পারে। আমি জাস্ট উনার বিচার চাই.. ‘
‘এটাকে আপনি কি বলবেন আমি জানিনা। তবে আমি বলব সমাজের দায়িত্বশীল ব্যক্তিদের মূল্যবোধের অবক্ষয়ের বহিঃপ্রকাশ।’ - কামরুল হাসানের মন্তব্য।
ধিক্কার জানিয়ে মাহমুদ শা লিখেন, ‘এ কেমন রাষ্ট্র ,প্রশাসন, মনিরামপুরের এসিল্যান্ড তার নির্লজ্জ কর্ম ওয়েবসাইট এ দিয়ে কি প্রমাণ করতে চায় ? ক্ষমতা / দম্ভ ? চলুন এর প্রতিবাদ করি। ছিঃ এসিল্যান্ড - এ ভূমি আপনার বাপের না - জনগণের, এই বৃদ্ধের...’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।