Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যশোরে হোম কোয়ারেন্টাইনে থাকার সংখ্যা ২হাজার ছাড়ালো

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ২৮ মার্চ, ২০২০, ১:০৪ পিএম

যশোরে গত ২৪ঘন্টায় ১০১জনসহ শনিবার ১২টা পর্যন্ত ২হাজার ছাড়ালো হোমকোয়ারেন্টানে থাকা লোকের সংখ্যা। এ পর্যন্ত হোমকোয়ারেন্টাইনে রয়েছেন স্বাস্থ্য বিভাগের তালিকা অনুযায়ী ২হাজার ১শ’৩০ জন। শনিবার সকারে হাসপাতাল কোয়ারেন্টাইন থেকে একজনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানান, যশোর থেকে ৩জনের নমুনা আইিডিসিআরে পাঠানো হয়েছিল পরীক্ষার জন্য। সেখান থেকে রিপোর্ট এসেছে করোনাভাইরাস পাওয়া যায়নি। তিনি জানান, যশোরের পরিস্থিতি এখনো পর্যন্ত মোটামুটি ভালো।
স্বাস্থ্য বিভাগ জানায়, সেনাবাহিনী ও সিভিল প্রশাসনের সহায়তায় স্বাস্থ্যবিভাগ করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে যখাযখ ব্যবস্থা নিয়েছে। জেলায় যে ১০হাজার বিদেশ ফেরত ব্যক্তির তালিকা রয়েছে। তাদের মধ্যে সহ¯্রাধিক সন্ধান পাওয়া গেছে। রাখা হয়েছে হোম কোয়ারেন্টাইনে। বাকিদের খোঁজে সবাই চেষ্টা চালাচ্ছেন। বিদেশ ফেরতদের অনেকের বাড়ির সামনে লালপতাকা টাঙানো হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ