প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
করোনাভাইরাস নিয়ে বলিউড সচেতন। সংক্রমণ থেকে সবাইকে বাঁচাতে, নিজেরাও বাঁচতে নানা উপায় ও সচেতনতার বার্তা ছড়িয়ে দিচ্ছেন তারকারা। একদিকে দেশ জুড়ে লকডাউন। অন্যদিকে বেধড়ক মারধর খাচ্ছেন পুলিশ কর্মী, চিকিৎসক। তাঁদের হয়ে এবার মুখ খুললেন প্রবীণ অভিনেতা ঋষি কাপুর।
টুইটে তার দাবি, পরিস্থিতি ক্রমশই হাতের বাইরে চলে যাচ্ছে। সবকিছু সামলাতে অবিলম্বে দেশে জরুরি পরিস্থিতি ঘোষণা করা হোক। ঋষির এই টুইট যথারীতি শোরগোল ফেলেছে নেট মহল্লায়। বহু নেট নাগরিক মন্তব্য করেছেন টুইট ঘিরে।
ঋষি কাপুর টুইটে লিখেছেন, ‘দেশ চরম দুর্দশার মধ্যে দিয়ে যাচ্ছে। দেশকে বাঁচাতে উপায় একটাই, আমাদের জরুরি অবস্থা ঘোষণা করতে হবে। লোকেরা পুলিশ এবং মেডিকেল কর্মীদের মারধর করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এছাড়া আর অন্য কোনও উপায় নেই।’
প্রসঙ্গত, এর আগে করোনা সংক্রমণ নিয়েও তিনি একাধিক মন্তব্য করেছেন। টুইট পড়ে অনেকেই ঋষির সঙ্গে সহমত। কারণ, ভারতে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা একলাফে ৮৮ জন বেড়ে ৭০ ঠেকতে চলল বলে স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে। সূত্র : এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।