বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সিলেটে বিভাগে উপজেলাতে কর্তব্যরত চিকিৎসকদের জন্য ১০টি করেই পিপিই (ব্যক্তিগত নিরাপত্তা সরঞ্জামাদি) পৌঁছানো হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তর সিলেট কর্তৃপক্ষ আজ শুক্রবার সন্ধ্যায় পিপিই গুলো উপজেলাতে পৌঁছানের জন্য সিলেট সিভিল সার্জনের হাতে ন্যস্ত করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান জানান, পিপিই সংকট আপাতত নেই, তৃণমুলে চিকিৎসা সেবা নিরাপদের লক্ষ্যে আজ সিভিল সার্জনের নিকট পিপিই হস্তান্তর করা হয়েছে। তারা বিভাগের ৩৮টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও প্রাণী সম্পদ বিভাগ মিলিয়ে সব জায়গায় ১০টি করে পিপিই প্রদান করবেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, একেকটি পিপিই একজন চিকিৎসক মাত্র একবার ব্যবহার করতে পারবেন। এ হিসেবে তুলনামূলক পিপিই কম হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পর্যায়ক্রমে চাহিদা পূরণ করা হবে। এ নিয়ে চিন্তার কারন নেই। ইতিপূর্বে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইতিপূর্বে ৯০০টির মত পিপিই এসেছে ঢাকা থেকে। এরপরে পর্যায়ক্রমে আরো কিছু এসেছিলো। বৃহস্পতিবার চীন সরকার বাংলাদেশের স্বাধীনতা দিবসের উপহার হিসেবে ১০ হাজার পিপিই দিয়েছে। ডা. আনিসুর রহমান জানান, আজ এসব পিপিইর পাশাপাশি এসেছে গ্লাবস, মাস্ক ও সেনিটাইজার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।