Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাঁদপুরে হ্রাসকৃত মূল্যে সততা স্টোর

স্টাফ রিপোর্টার, চাঁদপুর থেকে | প্রকাশের সময় : ২৮ মার্চ, ২০২০, ১২:০২ এএম

করোনাভাইরাস মোকাবেলায় নিম্নআয়ের মানুষের জন্য চাঁদপুর জেলা প্রশাসন সামাজিক দূরত্ব বজায় রেখে নিত্য প্রয়োজনীয় ১২টি পণ্যের হ্রাসকৃত মূল্যে সততা স্টোর চালু করেছে। সরকারের নির্দেশনা জারির পর জনশূন্য হয়ে পড়েছে সড়ক ও জনপথ। এতে দুর্ভোগে পড়েছে নিন্মআয়ের খেটে খাওয়া মানুষ। তাদের কথা মাথায় রেখে চাঁদপুর জেলা প্রশাসন এ ধরনের উদ্যোগ গ্রহণ করেছে। গত বৃহস্পতিবার সকাল থেকে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে নিন্মআয়ের মানুষের হ্রাসকৃত মূল্যে পণ্য কিনতে ভীড় দেখা যায়। তবে সে ভিড় ছিল শৃঙ্খলিত ৩ ফুট দূরত্ব বজায় রেখে খাদ্য পণ্য ক্রয় করে ক্রেতা সাধারন। সততা স্টোরে গুটি চাউল ৩২ টাকা, পারিজা চাউল ৩৫ টাকা, পেয়াজ ৩৮ টাকা, লবন ১৫ টাকা, আলু ১৬, আটা দুই কেজির প্যাকেট ৬৫ টাকা, রসুন ৬৫ টাকা, সয়াবিন তেল ১০০ টাকা, সরিষার তেল, চিনি, মসুরের ডাল ও আদা স্বল্প মূল্যে পাওয়া যাচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

১৫ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ