Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

ইন্টারনেট সংযোগ পুনর্বহালের আহবান

মিয়ানমারের অর্ধেক সরকারি কর্মচারীকে বাড়িতে থাকার নির্দেশ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ মার্চ, ২০২০, ১২:০২ এএম

মিয়ানমারে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়েছে বলে নিশ্চিত হওয়ার পর দেশটির সরকার তার অর্ধেক কর্মচারীকে বাড়িতে থাকার নির্দেশ দিয়েছে। তবে ডাকা মাত্র তারা যেন কাজে যোগদানের জন্য প্রস্তুত থাকে সে কথাও বলা হয়েছে। প্রেসিডেন্টের অফিসের এক বিবৃতিতে বুধবার বলা হয় যে ইউনিয়ন থেকে রাজ্য পর্যায় পর্যন্ত সব সরকারি কর্মচারীকে করোনাভাইরাস বিস্তারের ঝুঁকি কমানোর জন্য অবশ্যই সর্বশেষ নির্দেশ মান্য করতে হবে। বৃহস্পতিবার থেকে এই নির্দেশ কার্যকর হয়েছে। এই সময়কালে ৫০ শতাংশ সরকারি কর্মচারী তাদের বাড়িতে বা সরকারি কোয়ার্টারে থাকবেন যাতে নির্দেশ পাওয়া মাত্র কাজে যোগ দিতে পারেন। সংশ্লিষ্ট বিভাগকে না জানিয়ে কেউ অন্য কোথাও যেতে পারবে না। তাদের এলাকায় যদি কোন সন্দেহভাজন করোনা রোগী পাওয়া যায় তাহলে কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। অপর এক খবরে বলা হয়, কোভিড-১৯ মহামারীর সময়ে মিয়ানমারের রাখাইন ও চিন রাজ্যের জনগণ যাতে গুরুত্বপ‚র্ণ তথ্য পেতে পারে সেজন্য ইন্টারনেট সংযোগ পুনর্বহাল করতে দেশটির সরকারের প্রতি যৌথভাবে আহবান জানিয়েছে এশিয়ান ফোরাম ফর হিউম্যান রাইটস অ্যান্ড ডেভলপমেন্ট (ফোরাম-এশিয়া) এবং এর অঙ্গ সংগঠন ইকুয়ালিটি মিয়ানমার, প্রগ্রেসিভ ভয়েস ও উইমেনস লিগ অব বার্মা। এই অঞ্চলে দ্রুত কোভিড-১৯ আক্রান্ত রোগী বাড়ছে। ফলে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে রাখার ফলে মানুষ গুরুত্বপূর্ণ তথ্য না পাওয়ার কারণে পরিস্থিতির আরো অবনতি ঘটবে। ইতোমধ্যে নানা ধরনের নিপীড়ন ও অত্যাচারের শিকার হয়ে এই দুই রাজ্যের মানুষ ব্যাপক দুর্ভোগে রয়েছে। সোমবার মিয়ানমারে দুজন কোভিড-১৯ পজিটিভ রোগী শনাক্ত হওয়ার কথা জানায় দেশটির সরকার। প্রতিবেশী থাইল্যান্ড কেরোনাভাইরাস মোকাবেলায় বহু ব্যবসা প্রতিষ্ঠান ও শিল্প কারখানা বন্ধ করে দেয়ায় মিয়ানমারের হাজার হাজার নাগরিক দেশে ফিরে আসার পর ওই দুই রোগী শনাক্ত হয়। দেশটির দুর্বল স্বাস্থ্য অবকাঠামো ও সামাজিক নিরাপত্তা সুরক্ষার অভাবে আরো অনেকে এই ভাইরাসে আক্রান্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গত সপ্তাহে জাতিসংঘের বিশেষ দূত ডেভিড কাইয়ি বলেন যে, এমন সঙ্কটের সময় ইন্টারনেটে প্রবেশের বিষয়টি গুরুত্বপূর্ণ। এশিয়া টাইমস,ইরাবতী, এসএএম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইন্টারনেট
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ