মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পাকিস্তান আবারো সার্ক অঞ্চলে কোভিড-১৯ মোকাবেলার জরুরি তহবিল সংস্থার মহাসচিবের কর্তৃত্বে ন্যাস্ত করার আহবান জানিয়েছে এবং বলেছে যে এই তহবিল কাজে লাগানোর জন্য জরুরিভিত্তিতে আলোচনার মাধ্যমে মডালিটি চূড়ান্ত করতে হবে। পাশাপাশি সার্কের সদস্য দেশগুলোর স্বাস্থ্যমন্ত্রীদের একটি ভিডিও কনফারেন্স আয়োজনের জন্য দেশগুলোর সঙ্গে যোগাযোগ করছে ইসলামাবাদ। তবে এর দিনক্ষণ এখনো ঠিক করা হয়নি। কোভিড-১৯ মোকাবেলায় সার্ক নেতাদের ভিডিও কনফারেন্সে একটি জরুরি তহবিল গঠনের প্রস্তাব করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই তহবিলে তার দেশ প্রাথমিকভাবে ১০ মিলিয়ন ডলার দেবে বলেও জানান। এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ১.৫ মিলিয়ন, আফগানিস্তান ১ মিলিয়ন, মালদ্বীপ ২ মিলিয়ন, নেপাল ১ মিলিয়ন, ভুটান এক লাখ ও শ্রীলঙ্কা ৫ মিলিয়ন ডলার দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। পাকিস্তান এখনো কোন অংক ঘোষণা করেনি। এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, আমরা জরুরি তহবিলের মডালিটির ব্যাপারে আরো বিস্তারিত জানতে চাচ্ছি। আঞ্চলিক সহযোগিতা উদ্যোগ বাস্তবায়নের জন্য সার্ক সেক্রেটারিয়েটকে একটি প্রতিষ্ঠিত ও গুরুত্বপূর্ণ প্লাটফর্ম বলে আমরা মনে করি। অভিমত ও অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে পাকিস্তান সেসব সার্ক দেশের সঙ্গে স্বাস্থ্যমন্ত্রীদের ভিডও কনফারেন্স নিয়ে কথা বলেছে তাদের কাছ থেকে ইতিবাচক প্রস্তাব পাওয়া গেছে। সেখানে যেসব বিষয়ে আলোচনা হবে তার মধ্যে রয়েছে দেশগুলোর প্রবেশ পথে স্ক্রিনিংয়ের জন্য সুনির্দিষ্ট কার্যক্রমভিত্তিক প্রোটকল ও সমন্বিত রোগ নজরদারি ব্যবস্থা স্থাপন করা।রাষ্ট্রমন্ত্রীর সঙ্গেই আলোচনা করবেন। দি নিউজ, এসএএম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।