Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনাভাইরাস নিয়ে সবাইকে সতর্ক ও সচেতন হতে বললেন আসিফ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৮ মার্চ, ২০২০, ১২:০৩ এএম

করোনাভাইরাস নিয়ে সচেতন ও সতর্ক থাকার আহবান জানিয়েছেন সঙ্গীতশিল্পী আসিফ। তিনি বলেন, ‘আমাদের দেশে করোনার ব্যাপকতা দিন দিন বেড়ে চলেছে। সবার কাছে অনুরোধ করছি আতঙ্কিত না হবার জন্য। সঠিকভাবে নিয়ম মেনে চলুন। জনসমাগম এড়িয়ে চলুন। যারা বিদেশ থেকে এসেছেন তারা আমাদের দেশী, আপনারা নিজেদের মতো করেই নিরাপদে থাকুন। আপনার পরিবারের ভালোর জন্যই আপনাদের সাবধানে থাকতে হবে। ভবিষ্যতে বড় দুর্যোগ থেকে রক্ষা পাবার লক্ষ্যে আমাদের নিজেদেরকে নিজেদেরই রক্ষা করতে হবে। গুজবে কেউ কান দেবেন না। গুজব এড়িয়ে চলবেন। আবার গুজব ছড়ানোর কেউ চেষ্টা করবেন না। আমরা জাতি ধর্ম বর্ণ দল নির্বিশেষে বাংলাদেশের মানুষ একাত্ম হয়েছি। আমরা সবাই যেন করোনার বিরুদ্ধে জয়ী হতে পারি সেই লক্ষ্যেই কাজ করে যাবো। আমাদের সতর্ক থাকতে হবে যেন আমরা খাদ্য সংকটে না পড়ি। কেউ যেন অযথা খাদ্য মজুদ না করেন। কেউ যদি মজুদ করেন তাহলে তা প্রশাসনকে জানানোর জন্য অনুরোধ করছি। আমাদের সবাইকে ডাক্তারদের সেবা দান করাকে অনুপ্রাণিত করে এগিয়ে আসতে হবে। এদিকে আসিফ করোনাভাইরাস নিয়ে সচেতনতামুলক একটি গানে কণ্ঠ দিয়েছেন। জামাল হোসেনের লেখা গানটির শিরোনাম ‘আসবে বিজয়’। এ নিয়ে আসিফ বলেন, এটি একটি সময়োপযোগী সচেতনতামূলক গান। গানের কথা, সুর আশা করছি সবাইকে করোনার ব্যাপারে সতর্ক করতে উদ্বুদ্ধ করবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ