নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : অনেক দিন ধরে চলা গুঞ্জনটাই অবশেষে সত্যি হলো, আগামী মৌসুমে ম্যানচেস্টার সিটির কোচ হিসেবে যোগ দিচ্ছেন এখন বায়ার্ন মিউনিখের দায়িত্বে থাকা পেপ গার্দিওলা। স্প্যানিশ এই কোচের সঙ্গে তিন বছরের চুক্তির খবরটি গতকাল এক বিবৃতিতে নিশ্চিত করে সিটি কর্তৃপক্ষ। জানানো হয়, চলতি মৌসুম শেষে আগামী ৩০ জুন সিটি ছাড়বেন বর্তমান কোচ মানুয়েল পেল্লেগ্রিনি। ২০১৩ সালে ইংল্যান্ডের ক্লাবটিতে যোগ দেওয়ার পর একটি করে প্রিমিয়ার লিগ ও লিগ কাপ শিরোপা জেতেন চিলির এই কোচ। বার্সেলোনার হয়ে চার বছরে দুটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ও তিনটি লা লিগাসহ মোট ১৪টি শিরোপা জেতা গার্দিওলাকে অনেক দিন ধরেই পেতে চাচ্ছিল সিটি। তবে ২০১২ সালে কাতালান ক্লাবটি ছাড়ার পরের বছর বায়ার্ন মিউনিখে যোগ দেন তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।