Inqilab Logo

বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এস-৫০০’র পরীক্ষা শেষ পর্যায়ে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ মার্চ, ২০২০, ১২:০৭ এএম

রাশিয়ার পরবর্তী প্রজন্মের বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র এস-৫০০’র কিছু কিছু উপাদানের পরীক্ষা-নিরীক্ষা শেষ পর্যায়ে রয়েছে। এ কথা জানিয়েছেন রুশ ডিজাইন ব্যুরো ফর স্পেশাল মেশিন বিল্ডিংয়ের মহাপরিচালক ভøাদিমির দোলবেনকোভ। প্রতিরক্ষা বিষয়ক সাময়িকী রাশিয়ান ডিফেন্সকে দেয়া সাক্ষাৎকারে এ কথা জানান তিনি। উৎক্ষেপক রকেট বা লাঞ্চার, আগাম-সতর্কতা জ্ঞাপনকারী বা আর্লি-ওয়ারনিং রাডার ব্যবস্থাসহ আরও কিছু উপাদানের পরীক্ষা-নিরীক্ষা এবং খতিয়ে দেখার তৎপরতা শেষ হওয়ার পথে রয়েছে বলে জানান তিনি। এর আগে, রুশ উপ-প্রতিরক্ষামন্ত্রী আলেক্স কিরভোরুচেকো বলেছিলেন, চলতি বছরই গোটা এস-৫০০’র প্রাথমিক পরীক্ষা সম্পন্ন হবে। এস-৫০০ পরবর্তী প্রজন্মের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে পরিচিত। এ দিয়ে ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্রসহ বিমান, হেলিকপ্টার বা উড়ে আসা যে কোনও লক্ষ্যবস্তুকে ঘায়েল করা যাবে। পার্সটুডে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এস-৫০০
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ