Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দূরে থেকেই পরিবারকে নিরাপদ রাখতে চাই: ইরফান

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০২০, ৭:৩৬ পিএম

বর্তমান গোটা পৃথিবী জুড়ে প্রাণঘাতি এক ভাইরাস করোনা। বহু দেশ বিপর্যস্ত এই ভাইরাসের কারণে। প্রতিদিনই মারা যাচ্ছে অসংখ্য মানুষ। এই পরিস্থিতিতে সবাই যার যার অবস্থানে থেকে নিজেদের সচেতন রাখার পাশাপাশি তারকারাও করোনা নিয়ে সচেতন করার চেষ্টা করছেন। পরামর্শ দিচ্ছেন বাসায় থাকতে ও নিয়ম মেনে চলতে। পিছিয়ে নেই চলতি প্রজন্মের ব্যস্ত অভিনেতা ইরফান সাজ্জাদও।

করোনা ভাইরাস নিয়ে সচেতনতামূলক পরামর্শ দিচ্ছেন ফেসবুক পোস্টের মাধ্যমে। ইরফান বলেন, আম্মা-আব্বা চান আমি বাড়ি চলে যাই। কিন্তু ইচ্ছা থাকা সত্ত্বেও যাচ্ছি না। গত ক’দিন ধরেই আমার ঠাণ্ডাজনিত কাশি। তাই দূরে থেকেই বাবা-মাকে নিরাপদ রাখতে চাই।

ভক্তদের প্রতি অনুরোধ জানিয়ে এ অভিনেতা বলেন, আপনারাও সবাই বাসাতে থাকুন। নিজেকে পরিচ্ছন্ন রাখুন। সতর্কতা অবলম্বন করুন। এর কোনো বিকল্প নেই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ