Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

খাগড়াছড়িতে আইসোলেশনে থাকা রোগীর মৃত্যু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০২০, ১১:৩২ এএম

খাগড়াছড়ি সদর হাসপাতালে আইসোলেশনে ভর্তি হওয়া এক রোগীর মৃত্যু হয়েছে। বুধবার রাতে তার মৃত্যু হয়।

এর আগে বৃহস্পতিবার সকালে তাকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল। তিনি ৯ মার্চ থেকে জ্বর, কাশিতে ভুগছিলেন।

তার নমুনা সংগ্রহ করে ঢাকায় আইইডিসিআর-এ পাঠানো হয়েছে। এ ঘটনায় এক চিকিৎসকসহ ৪ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

খাগড়াছড়ির সিভিল সার্জন নূপুর কান্তি দাশ জানান, আক্রান্ত রোগী ৯ মার্চ থেকে জ্বর, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। সন্দেহজনক হওয়ায় তাকে আইসোলেশনে রাখা হয়। রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।

আইইডিসিআরের নির্দেশনা অনুযায়ী তার লাশ সৎকার করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ