Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অপেক্ষা বাড়ছে মুস্তাফিজের

প্রকাশের সময় : ১৪ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : কাউন্টির দল সাসেক্স তাকে স্বাগত জানানোর জন্য অপেক্ষার প্রহর গুনছে জুন মাস থেকে। তবে  রিহ্যাবে ফিটনেস ফিরে পেয়ে বোলিং অনুশীলনে ম্যাচ ফিটনেস পুরোদমে পেয়েও ইংলিশ কাউন্টি ক্রিকেটে অভিষেকে অপেক্ষা বাড়ছে  কাটার মাস্টার মুস্তাফিজুরের। আগামীকাল হ্যাম্পশায়ারের বিপক্ষে ন্যাট ওয়েস্ট টি-২০ ব্লাস্টে অভিষেক হওয়ার কথা ছিল মুস্তাফিজুরের। প্রস্তুতিটা সেভাবেই নিয়েছিলেন এই বাঁ হাতি পেসার।  ফ্লাইটের টিকিট বুকিং সেভাবেই ঠিক ছিল। তবে যুক্তরাজ্যের ভিসা গতকাল পর্যন্ত পাননি মুস্তাফিজুর। পরিস্থিতির মুখে ১৫ জুলাইয়ের ম্যাচটি খেলা হচ্ছে না,সে আশা ছেড়ে দিয়েছেন মুস্তাফিজুর নিজেই। এখন লক্ষ্যটা স্থির করতে হচ্ছে আগামী ২১ জুলাই এসেক্সের বিপক্ষে ম্যাচকে। আজ-কালকের মধ্যে ভিসা পেলে এসেক্সের বিপক্ষে ম্যাচে অভিষেক হবে এই কাটার মাস্টারের।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অপেক্ষা বাড়ছে মুস্তাফিজের
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ