Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ড্যানিয়েল ক্রেইগ তার সব সম্পত্তি দান করে দেবেন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০২০, ১২:০২ এএম

যুক্তরাজ্যে জন্মগ্রহণকারী হলিউডের অভিনেতা ড্যানিয়েল ক্রেইগ জানিয়েছেন, তার অর্জিত সম্পদ-সম্পত্তি তিনি তার সন্তানদের জন্য রেখে যাবেন না। তিনি আরও জানান জীবনকে পুরো উপভোগ করতে চান তিনি আর যা বেঁচে থাকবে তা তিনি মানবকল্যাণে দান করে যাবেন। ক্রেইগের সম্পদের অর্থমূল্য ১৪৫ মিলিয়ন ডলার। তার দর্শন হল ‘মৃত্যুর আগে সম্পদ ঝেড়ে ফেল বা দান করে দাও’। সন্তানদের জন্য তিনি অর্থ রেখে যেতে চান না। এইসশোবিজ ডটকমের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। ৫২ বছর বয়সী অভিনেতাটি একটি সাময়িকীকে বলেছেন : “আমার উত্তরাধিকারীদের জন্য আমি বড় কিছু অর্থ রেখে যেতে চাই না। আমার মনে হয় উত্তরাধিকার অরুচিকর।” সাবেক স্ত্রী ফিওনা লোডনের গর্ভজাত তার কন্যা এলার বয়স ২৮। বর্তমান স্ত্রী অভিনেত্রী রেচেল ভাইসের সঙ্গে তার কন্যার বয়স একের কিছু বেশি। ক্রেইগ জেমস বন্ড সিরিজের ‘ক্যাসিনো রয়াল’, ‘কোয়ান্টাম অফ সোলেস’, ‘স্কাইফল’ এবং ‘স্পেক্টার’ ফিল্মগুলোতে অভিনয় করেছেন। তার অভিনয়ে সিরিজের সর্বশেষ ফিল্ম ‘নো টাইম টু ডাই’ এই এপ্রিলে মুক্তি পাবার কথা ছিল কিন্তু কোভিড-১৯ মহামারীর কারণে মুক্তির তারিখ নভেম্বরে পুনর্ধার্য করা হয়েছে। তিনি আগে বলেছেন এটিই তার শেষ ‘বন্ড’ ফিল্ম কিন্তু বিভিন্ন সূত্র জানিয়েছে আরেকটি ফিল্মে তার অভিনয়ে সম্ভাবনা আছে।

 



 

Show all comments
  • বাবুল ২৬ মার্চ, ২০২০, ২:৩৮ এএম says : 0
    ভালো সিদ্ধান্ত
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হলিউড


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ