Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হোম কোয়ারেন্টাইনের শর্ত ভঙ্গ করলে পাসপোর্ট বাতিল করা হবে

মানিকগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ মার্চ, ২০২০, ৬:৪৫ পিএম

বিদেশ থেকে আগত কোন ব্যক্তি হোম কোয়ারেন্টাইনের শর্ত ভঙ্গ করলে পাসপোর্ট বাতিল করার ঘোষণা দিয়েছেন মানিকগঞ্জের জেলা প্রশাসক এস এম ফেরদৌস। এ সংক্রান্তে একটি গণবিজ্ঞপ্তি জারি করেছেন তিনি।

ওই গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিদেশ থেকে আগত কোন ব্যক্তি হোম কোয়ারেন্টাইনের শর্ত ভঙ্গ করলে অথবা নিজ থেকে নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্স, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট তার পাসপোর্টসহ নিজ অবস্থান বিষয়ে স্ব-শরীরে হাজির হয়ে অথবা মোবাইল ফোনের মাধ্যমে নিশ্চিত করতে হবে। অন্যথায় এ আদেশ অমান্যকারীর পাসপোর্ট, বাংলাদেশ পারপোর্ট আদেশ ১৯৭৪ মোতাবেক বাতিল করা হবে।

আর, এই আদেশ কার্যকর করার সময় বেঁধে দেয়া হয় আজ (বুধবার)দুপুর ১২টা পর্যন্ত। তবে আজ দিনের যেকোন সময়ে বিদেশ ফেরত ব্যক্তিরা তথ্য দেয়ার সুযোগ পাবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক এস এম ফেরদৌস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হোম কোয়ারেন্টাইন

১ এপ্রিল, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ