Inqilab Logo

বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪, ০৬ আষাঢ় ১৪৩১, ১৩ যিলহজ ১৪৪৫ হিজরী

সেইন্টফিটে খুশি মামুনুলরা

প্রকাশের সময় : ১৪ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : নতুন বেলজিয়াম কোচ টম সেইন্টফিটের কাজে দারুণ খুশী জাতীয় ফুটবল দলের অধিনায়ক মামুনুল ইসলাম ও তার সতীর্থরা। মাত্র দু’দিন তিন সেশন সেইন্টফিটের তত্ত্বাবধানে অনুশীলন করে সন্তুষ্ট বাংলাদেশ অধিনায়ক। গতকাল বিকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুশীলনের ফাকে মামুনুল মিডিয়াকে জানান নতুন কোচের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা। তিনি বলেন, ‘এখন পর্যন্ত বেশ ক’জন বিদেশী কোচের তত্ত্বাবধানে অনুশীলন করেছি। সবার চেয়ে একটু আলাদাই মনে হচ্ছে সেইন্টফিটের কাজ। খুবই বন্ধুত্বসুলভ আচরণ তার। সোমবার বিকাল এবং আজ (গতকাল) সকাল-বিকাল বল নিয়ে অনুশীলন করিয়েছেন। তিন সেশন বল ছাড়াও ট্রেনিং করেছি আমরা। তার ট্রেনিং পদ্ধতি খুব ভালো লাগছে আমাদের। অনুশীলনের মাঝেই ফুটবলারদের সব কিছু নজরে রাখছেন কোচ। কার কি অবস্থা? খেলোয়াড়দের সঙ্গে কথা বলে সব কিছু জেনে নিচ্ছেন তিনি।’
মামুনুল আরো বলেন, ‘মাত্র দু’দিন হয়েছে দায়িত্ব নিয়েছেন, এখনই কোচ ভুটান ম্যাচ নিয়ে পরিকল্পনা শুরু করে দিয়েছেন। আমরা ভুটনের বিপক্ষে যে ম্যাচটা খেলবো সেটি কিভাবে খেলেবো? গতি কতটুক হতে পারে। এসব নিয়ে আলোচনা করছেন সেইন্টফিট। তিনি ভিডিওতে দেখেছেন আগে আমরা যে ম্যাচগুলো খেলেছি সেগুলোর বেশিরভাগ সময় আমাদের পজিশনে বল থাকতো। কিন্তু আমরা ম্যাচ হারতাম। এ ধারা থেকে বের হতে যা প্রয়োজন তাই শেখাচ্ছেন কোচ।’ তিনি যোগ করেন, ‘সেইন্টফিট দলের শৃঙ্খলার উপর জোর দিচ্ছেন শুরু থেকেই। তিনি বলেছেন, যত বড় খেলোয়াড়ই হোক না কেন, সে যদি মাঠ এবং মাঠের বাইরে উশৃঙ্খল থাকে তাকে আমি দলে রাখবো না। সব খেলোয়াড়কেই দলীয় শৃঙ্খলা কঠোরভাবে মেনে চলতে হবে। মূলত নতুন কোচের সঙ্গে আমাদের মানসিক বুঝা-পড়াটা খুব ভালো হয়েছে। তিনি ফিজিক্যাল ফিটনেস ও ফিনিশিংয়ের উপর জোর দিচ্ছেন বেশী। আমরা বেশ স্বাচ্ছন্দ্য বোধ করছি সেইন্টফিটের সঙ্গে কাজ করে।’
এশিয়ান কাপ বাছাইয়ের প্লে-অফে ভুটানের বিপক্ষে হোম এ্যান্ড অ্যাওয়ে ম্যাচে আগামী ৬ সেপ্টেম্বর ও ১১ অক্টোবর মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ম্যাচ দু’টোকে সামনে রেখে মঙ্গলবার জাতীয় দলে যোগ দিয়েছেন নতুন বেলজিয়ান কোচ টম সেইন্টফিট। তার অধীনেই বর্তমানে অনুশীলন ক্যাম্পে রয়েছেন মামুনুলরা। ভুটানের বিপক্ষে সাফল্য পেতে অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন তারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সেইন্টফিটে খুশি মামুনুলরা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ