Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রাম্পের সহযোগী স্টেফেনি গ্রিসহাম করোনা আক্রান্ত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ মার্চ, ২০২০, ৬:০৭ পিএম

হোয়াইটহাউজের মুখপাত্র স্টেফেনি গ্রিসহাম করোনায় আক্রান্ত হয়ে কোয়ারেন্টাইনে আছেন। এমাসের প্রথম দিকে ব্রাজিলের এক কর্মকর্তার সাথে সাক্ষাতের পর তার করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হয় এবং তখন থেকে তিনি কোয়ারেন্টাইনে আছেন। -রয়টার্স 

হোয়াইট হাউজ থেকে জানানো হয়, তার আজ বুধবার কাজে যোগদানের কথা রয়েছে।

এমাসের ৭ তারিখে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত ও ফ্লোরিডায় পাম বীচের মার এ লাগু ক্লাবে অনুষ্ঠিত ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ের বলসোনারোর সম্মানে দেযা ডিনারে গ্রিসহাম ছিলেন ট্রাম্পের প্রধানতম সহযোগি।

হোয়াইটহাউজ স্পোকসম্যান জাদ ডিরে জানান, সেই ডিনার অনুষ্ঠানের পর থেকে গত দুই সপ্তাহ ধরে স্টেফেনি গ্রিসহাম কোয়ারেন্টাইনে আছেন। তার অবস্থা এখন কিছুটা ভালো।

মার এ লাগু ইভেন্টে থাকা ব্রাজিলের প্রেসিডেন্টের সহযোগী ও প্রেস সেক্রেটারী ফাবিও ওয়াজনগারটেন করোনায় আক্রান্ত ছিলেন, যা পরীক্ষায় ধরা পড়ে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ