বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে ঠাকুরগাঁওয়ে মাঠে নেমেছে সেনাবাহিনী। জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সামাজিক দূরত্ব বজায় রাখা,জনসমাগম এড়ানো ও হোম কোয়ারাইন্টাইন নিশ্চিত করনে কাজ করবেন তারা।
বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড.কে.এম কামরুজ্জামান সেলিম।
তিনি জানান, মঙ্গলবার লেফটেন্যান্ট কর্নেল বখতিয়ার ও মেজর ফাহাদ এর নেতৃত্বে সেনাবাহিনীর দুটি কোম্পানী ঠাকুরগাঁওয়ে এসেছেন। বুধবার সকালে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে মিলিত হন। এরপর থেকে তারা জেলার বিভিন্ন উপজেলায় টহল দেয়া শুরু করেন।
জেলা প্রশাসক আরো বলেন, সিভিল প্রশাসনের সঙ্গে সমন্বয় করে তারা কাজ করবেন। বিদেশ ফেরত নাগরিকদের হোম কোয়ারাইন্টাইনের বিষয়টি নিশ্চিত করবেন। এছাড়াও বাজার মনিটরিং ,দরিদ্র মানুষকে সহায়তায় কাজ করবেন।
উল্লেখ্য, জেলার ৫ উপজেলায় ২৫০জন সেনা সদস্যের দুটি কোম্পানী এখানে অবস্থান করছে বলে এ সময়ে জেলা প্রশাসক জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।