Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিভিন্ন স্থানে ‘লকডাউন’

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ মার্চ, ২০২০, ১২:০৯ এএম

করোনাভাইরাসের আতঙ্কে বিভিন্ন জেলা-উপজেলা লকডাউন ঘোষণা করা হয়েছে। বন্ধ করা হয়েছে বাস, অটোরিকশা, দোকানপাট।
সিলেট : প্রবাসী অধ্যুষিত সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা ‘লকডাউন’ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১টা থেকে এ আদেশ কার্যকর হয়েছে। বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মাহ্ফুজুল আলম মাসুম বলেন, মঙ্গলবার সকালে উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন এ আদেশ জারি করেছে।
বান্দরবান : করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে পার্বত্য জেলা বান্দরবানের তিন উপজেলা লামা, আলীকদম ও নাইক্ষ্যংছড়িতে ‘লকডাউন’ ঘোষণা করেছে জেলা প্রশাসন। গতকাল সন্ধ্যায় জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়। সন্ধ্যার পর বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) মো. শামীম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এডিসি শামীম বলেন, বান্দরবানে করোনাভাইরাস যেন ছড়াতে না পারে, এ জন্য লোকসমাগম বেশি থাকায় লামা, আলীকদম ও নাইক্ষ্যংছড়ি উপজেলায় ‘লকডাউন’ ঘোষণা করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এ নির্দেশনা চলমান থাকবে।
এদিকে, করোনাভাইরাস প্রতিরোধে প্রয়োজন ছাড়া সাধারণ মানুষের চলাচল সীমিত এবং দোকানপাট সময়মতো বন্ধ রাখতে সারাদেশের মতো বান্দরবানেও সেনা মোতায়েন করা হয়েছে। জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে তারা দায়িত্ব পালন করছেন।
কক্সবাজার : কক্সবাজারে বৃদ্ধ এক নারী ‘করোন আক্রান্ত’ হিসেবে সনাক্ত হওয়ার পর জেলা সদর হাসপাতালে কর্মরত ১০ চিকিৎসকসহ মোট ২১ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। দুপুরে হাসপাতালে চিকিসাধীন ওই বৃদ্ধ নারীর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসলে হাসপাতালজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হোম কোয়ারেন্টাইনে যাওয়া অন্যদের মধ্যে হাসপাতালেল ৮ জন নার্স ও ৩ জন ক্লিনার রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মোহাম্মদ শাহীন আবদুর রহমান চৌধুরী।
এদিকে করোনা আক্রান্ত ওই নারী সউদী আরব থেকে ফেরার কক্সবাজার শহরের পল্লবী লেইনের যে বড়িতে ছিলেন সেই বাড়িসহ পাশ্ববর্তী ৪টি বাড়ি লকডাউন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সেই বাড়িগুলোতে লাল পতাকা টানিয়ে দেওয়া হয়েছে। একই সাথে সদর মডেল থানা পুলিশের পক্ষ থেকে ব্যানার ঝুলিয়ে বলা হয়েছে, ‘অত্র বাড়িটি কোয়ারেন্টাইন ঘোষণা করা হয়েছে।
কুষ্টিয়া : হোম কোয়ারেন্টাইন না মানায় কুষ্টিয়ার কুমারখালীতে এক প্রবাসীর বাড়ি লকডাউন ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। সেই সঙ্গে ওই প্রবাসীর বাড়িতে দুইজন আনসার সদস্যকে সার্বক্ষণিক মোতায়েন রাখা হয়েছে।
ঝালকাঠি : করোনাভাইরাস প্রতিরোধে ঝালকাঠি থেকে ঢাকা, বরিশালসহ সারাদেশে বাস ও লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশ অনুযায়ী জেলা প্রশাসন গতকাল দুপুর থেকে বাস ও লঞ্চ বন্ধ করে দেয়।
পটুয়াখালী : পটুয়াখালীর জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী গতকাল দুপুরে এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে জানান, জেলায় আগমনকারী সকল যাত্রীবাহী লঞ্চ, আন্ত:জেলা বাস সার্ভিস, দূরপাল্লার ও স্বল্প পাল্লার গণপরিবহণ এবং সকল প্রকার অটোরিক্সা, অটোবাইক, ইজিবাইক ইত্যাদি গণপরিবহন পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ।
দিরাই : করোনাভাইরাসের আতঙ্কে সুনামগঞ্জের ব্যবসা-বাণিজ্যের অন্যতম শহর দিরাই এখন কার্র্যত লকডাউনের পথে। যদিও সরকারিভাবে এখন পর্যন্ত কোন ঘোষণা আসেনি। গতকাল মঙ্গলবার দিরাই বাজার ঘুরে এমন দৃশ্য দেখা গেছে। খোঁজ নিয়ে জানা যায়, সোমবার বিকেল থেকে বাজারের অধিকাংশ দোকানপাঠ, হোটেল-রেস্টুরেন্ট বন্ধ করে দেয়া হয়েছে। দিরাই উপজেলা প্রশাসন ও দিরাই পৌরসভা কর্র্তৃপক্ষ শহরে মাইকিং করে পরবর্র্তী ঘোষণা না দেয়া পর্যন্ত সব মার্কেট ও দোকানপাঠ বন্ধ রাখতে নির্দেশনা দেয়া হয়েছে।
সিংড়া,(নাটোর) : করোনাভাইরাস প্রতিরোধ নাটোরের সিংড়া পৌর এলাকার গোডাউন পাড়া মহল্লা সোমবার রাত থেকে লকডাউন ঘোষণা করা হয়েছে। স্থানীয়রা বসেএই নিদ্ধান্ত নিয়েছেন বলে জানান, সিংড়া উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম ইসাহক আহমেদ।

 

 



 

Show all comments
  • Redwanul Islam ২৫ মার্চ, ২০২০, ১:২৪ এএম says : 0
    সড়ক পরিবহনও আজকের থেকে বন্ধ করা উচিৎ। মানুষগুলো গ্রামে গেলে গ্রামেও ছড়িয়ে যাবে।
    Total Reply(0) Reply
  • Faisal Rahman Khan ২৫ মার্চ, ২০২০, ১:২৪ এএম says : 0
    এটা আরো আগে থেকেই বন্ধ করে দেয়া উচিৎ ছিলো
    Total Reply(0) Reply
  • Mokhlasur Rahman Sagar ২৫ মার্চ, ২০২০, ১:২৪ এএম says : 0
    জল, স্থল ও নৌ পথ বন্ধ করে ছুটি ঘোষণা করার দরকার ছিল তাহলে মূল লক্ষ্যে ও উদ্দেশ্যে সফল হতো
    Total Reply(0) Reply
  • Tanvir Mahmud ২৫ মার্চ, ২০২০, ১:২৫ এএম says : 0
    আমরা একটা মৃত্যুপুরী বাংলাদেশ দেখতে যাচ্ছি
    Total Reply(0) Reply
  • শান্তি নিকেতন ২৫ মার্চ, ২০২০, ১:২৫ এএম says : 0
    ইনশাআল্লাহ, পনের দিন যদি আমরা সবাই মিলে যার যার বাড়িতে একটু কষ্ট করে থাকি,ইনশাআল্লাহ, আমরা মুক্তি পেয়ে যাবো।
    Total Reply(0) Reply
  • জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ ২৫ মার্চ, ২০২০, ১:২৫ এএম says : 0
    **কোভিড ১৯** ১০ দিনের লকডাউনের খবর শুনে মোবাইল রিচার্জ এর দোকান ভিড় লেগে গিয়েছে।হেক্সিসোল তো শেষ করেছে,এখন মোবাইলের দোকানে রিচার্জ করার
    Total Reply(0) Reply
  • এম বি কাওসার ২৫ মার্চ, ২০২০, ১:২৬ এএম says : 0
    ৫০ লাখ গার্মেন্টস শ্রমিকদের নিয়ে কারো মাথা ব্যাথা নেই।দেশের সরকারি বেসরকারি সকল কম্পানি সাধারণ ছুটি হলেও গার্মেন্টস শ্রমিকদের জন্য বাতিল কেন? নিঃসন্দেহে করোনার ঝুঁকি নিয়ে কাজ করতে যেতে বাধ্য হচ্ছে। এই দেশের ৮০ ভাগ বৈদেশিক মুদ্রা যাদের শ্রমের মাধ্যমে অর্জিত তাদেরই নেই আজ জীবনের নিরাপত্তা। কি পারবে এই অবহেলিত ৫০লাখ শ্রমিকদের পাশে দাঁড়াতে?
    Total Reply(0) Reply
  • Moazzem Hossain Hira ২৫ মার্চ, ২০২০, ১:২৭ এএম says : 0
    সব সেক্টর কোরনা ভয় আছে কিন্তু গার্মেন্ট শ্রমিকদের কোকনা কি হতে পারে না ।।।
    Total Reply(0) Reply
  • Shanto Akash ২৫ মার্চ, ২০২০, ১:২৭ এএম says : 0
    আতংকিত হবার কিছু নেই,,আল্লাহর রহমতে আর তেমন বড় আকারে আক্রান্ত হবার সম্ভাবনা নেই,, সাহসের সাথে মোকাবেলা চলছে,ইনশাআল্লাহ কমে যাবে,,!! ডেংগুতে কয়েক শত মানুষ মারা গিয়েছে,,প্রতিদিন সড়ক দুর্ঘটনা সহ শতাধিক মানুষ নানাভাবে মৃত্যু বরন করে!! সুতরাং আতংক ছড়ানোর দরকার নাই!!
    Total Reply(0) Reply
  • মুহা. শামছুল অালম ২৫ মার্চ, ২০২০, ১:২৮ এএম says : 0
    ‌হে অাল্লাহ বাংলা‌দেশর মানুষ‌কে তু‌মি তোমার নিজ কুদরত দি‌য়ে হেফাজত ক‌রো। হে অাল্লাহ অামা‌দের পা‌পের কার‌ণে তু‌মি অামা‌দের‌কে শা‌স্তি দিও না। তোমার রহমানুর রাহীম না‌মের উ‌সিলায় অামা‌দের সকল‌কে ক্ষমা ক‌রো এবং সকল প্রকার অাজাব ও গজব থে‌কে রক্ষা ক‌রো। হে অাল্লাহ তু‌মি অামা‌দের এমন ক‌ঠিণ পরীক্ষা নিও না যে পরীক্ষায় অামরা উত্তীর্ণ হ‌তে পার‌বো না। দয়া ক‌রে বাংলা‌দে‌শের প্র‌তি তোমার রহমত না‌যিল ক‌রো।
    Total Reply(0) Reply
  • ajia Sultana ২৫ মার্চ, ২০২০, ১:২৮ এএম says : 0
    সঠিক পরীক্ষার ব্যবস্থা ও চিকিৎসার অভাবে দেশের আনাচে-কানাচে অনেকই মারা যাচ্ছেন এটার কোনো সঠিক হিসাব নেই, সারাদেশে যদি ভাইরাস টেস্ট করা হয় তবে আক্রান্তর সংখ্যা শত পার হবে! সরকারের উচিত ইমিডিয়েটলি দেশের সকল স্থানে ভাইরাস টেস্ট এর ব্যবস্থা করে দেওয়া, নয়তো দেশ মৃত্যুপুরী তে রূপান্তরিত হবে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ