Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খাঁ খাঁ চট্টগ্রাম নগরী

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৫ মার্চ, ২০২০, ১২:০৯ এএম

দেশের প্রধান সমুদ্রবন্দর নগরী চট্টগ্রামের চিরচেনা সেই দৃশ্য পাল্টে গেছে। বাণিজ্যিক রাজধানী এ নগরীর সড়ক এখন খাঁ খাঁ করছে। পাড়া-মহল্লায় লোকজনের আনাগোনা থাকলেও প্রধান প্রধান সড়ক, পর্যটন কেন্দ্রগুলো একেবারেই ফাঁকা। দিনে যেমন তেমন রাতে জনশূণ্য এ মহানগরী ভুতুড়ে রূপ নিচ্ছে। সড়কে চলছে হাতেগোনা গণপরিবহন।
করোনা মহামারী শঙ্কা আর উৎকণ্ঠায় লকডাউনের পথে যাচ্ছে পুরো দেশ। আজ বুধবার থেকে টানা ১০ দিনের সরকারি ছুটি শুরু হলেও তার আগেই নগরী ছাড়তে শুরু করেছে মানুষ। গতকাল মঙ্গলবার নগরীর বাস টার্মিনালগুলোতে ছিল ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড়। সকালে হঠাৎ করে রেল বন্ধের ঘোষণা আসলে বিপাকে পড়ে ঘরমুখো মানুষ। রেল কর্তৃপক্ষ পূর্বাঞ্চলসহ ১২২টি রেল বন্ধের ঘোষণা দেয় দুই দফায়। প্রথমে মেইল ও লোকাল ট্রেন ঘোষণা আসে। এরপর আসে আন্তঃনগর ট্রেন বন্ধের ঘোষণা।
স্টেশন থেকে মানুষের ¯্রােত বাস টার্মিনালগুলোতে। গতকাল রাত পর্যন্ত ঘরমুখো মানুষের ভিড় দেখা গেছে। আজ থেকে মার্কেট, বিপণি কেন্দ্র বন্ধের ঘোষণা আসলেও গতকাল থেকে বন্ধ হয়ে গেছে বেশিরভাগ দোকানপাট। নগরীতে কোলাহল থেমে গেলেও কাঁচাবাজার কেন্দ্রিক মানুষের ভিড় আর যানবাহনের জটলা ছিল দিনভর। ব্যাংক পাড়াতেও টাকা তোলার হিড়িক পড়ে। করোনা আতঙ্কে লকডাউনের আগেই থেমে গেছে বাণিজ্যিক নগরীর ব্যবসা-বাণিজ্য। সংক্রমণ এড়াতে গৃহবন্দি হচ্ছে বন্দরনগরীর বাসিন্দারা।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ