Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিএসএমএমইউ ভিসি ডা. কামরুল হাসান খানের এশিয়ার এডুকেশন লিডারশিপ অ্যাওয়ার্ড অর্জন

প্রকাশের সময় : ১৪ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডা. কামরুল হাসান খান এ বছর বাংলাদেশে মেডিক্যাল শিক্ষা, চিকিৎসা সেবা ও গবেষণায় তার গতিশীল নেতৃত্বের জন্য এডুকেশন লিডারশিপ অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন। আগামী ৫ আগস্ট সিঙ্গাপুরের প্যান প্যাসিফিক ম্যারনা স্কয়ারে আয়োজিত বিশ্ব শিক্ষা সম্মেলনে গুরুত্বপূর্ণ ও অত্যন্ত মর্যাদাসম্পন্ন এ পুরস্কার  প্রদান করা হবে। এদিকে ডা. কামরুল হাসান খানের এ পুরস্কারে লাভে ফিজিশিয়ানস্ ফর সোশ্যাল রেসপনসিবিলিটি (পিএসআর) বাংলাদেশ, সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতিসহ শিক্ষক, চিকিৎসক ও বিভিন্ন পেশার মানুষ তাকে অভিনন্দন জানিয়েছেন।
উল্লেখ্য, এশিয়ার শিক্ষা এক্সিলেন্স পুরস্কার একটি অত্যন্ত মর্যাদাসম্পন্ন আন্তর্জাতিক পুরস্কার। সিএমও এশিয়া, বিশ্ব শিক্ষা কংগ্রেস-এর গবেষণা সহযোগী হিসেবে, এশিয়ার শ্রেষ্ঠ ব্যক্তি বা প্রতিষ্ঠানকে যারা তার স্ব স্ব ক্ষেত্রে রোল মডেল এবং দৃষ্টান্তমূলক নেতৃত্ব দিচ্ছেন বা দৃষ্টান্ত স্থাপন করেছেন, তাদেরকে এ মর্যাদা সম্পন্ন এ পুরস্কারে ভূষিত করে। বেশ কয়েকটি শাখায় এ পুরস্কার প্রদান করা হয়। যারা অন্যের জীবনে একটা পার্থক্য করেন, যাদের কাজ ও দৃষ্টিভঙ্গি সমাজ পরিবর্তনে অবদান রাখে, বিশেষত একটা ইতিবাচক পরিবর্তন বা মূল পার্থক্য তৈরি করছেন তাদের এ পুরস্কারের জন্য বিবেচনা করা হয়। গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর এ কে আজাদ চৌধুরী এ পুরস্কার লাভ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএসএমএমইউ ভিসি ডা. কামরুল হাসান খানের এশিয়ার এডুকেশন লিডারশিপ অ্যাওয়ার্ড অর্জন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ