Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনা শনাক্তকরণের কিট পাচ্ছে চট্টগ্রাম

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৪ মার্চ, ২০২০, ১০:০৫ পিএম

দিনভর হতাশার পর রাতে শোনা গেলো সুখবর। শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর নওফেলের হস্তক্ষেপে চট্টগ্রামে করোনা শনাক্তকরণ কিট সমস্যার সমাধানের ইঙ্গিত মিলেছে। বুধবারের  মধ্যে স্বাস্থ্য অধিদফতর থেকে কিট চট্টগ্রামে পাঠানোর আশ্বাস পেয়েছেন নওফেল। সংশ্লিষ্টদের আশা বুধবার


থেকেই ক রোনা ভাইরাসের সংক্রমণ নির্ণয় শুরু করা যাবে বন্দরনগরীসহ চট্টগ্রাম বিভাগে।
গত ২১ মার্চ চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও করোনাভাইরাস প্রতিরোধ ও মোকাবিলায় গঠিত বিভাগীয় কমিটির সদস্য সচিব ডা. হাসান শাহরিয়ার কবীর জানান, চট্টগ্রামে করোনাভাইরাসের সংক্রমণ নির্ণয় করা হবে। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাটে ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকসাস ডিজিজেজের (বিআইটিআইডি) পরিক্ষার ব্যবস্থা করা হয়েছে। তবে কিট না আসায় তা  শুরু করা যায়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ