বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
টাঙ্গাইলের মির্জাপুরে বিদেশ ফেরতদের বাড়ি চিহ্নিত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের বাড়িতে লাল পতাকা উত্তোলন করা হয়েছে। করোনা ভাইরাস সংক্রমন রোধ এবং সাধারণ মানুষকে সচেতন করতে এ পতাকা উত্তোলন করা হয়। বিকেলে পতাকা উত্তোলন কার্যাক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মালেক। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম প্রমুখ।
জানা গেছে, মঙ্গলবার বিকেলে পর্যন্ত এ উপজেলায় হোমকোয়ারেন্টাইনে রয়েছেন ১৩০ প্রবাসী। তাদের বাড়ি চিহ্নিত করে আশপাশের মানুষকে সচেতন করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ওইসব বাড়িতে লাল পতাকা উত্তোলনের সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্ত মতে মঙ্গলবার বিকেল থেকে প্রবাসীদের বাড়ি বাড়ি গিয়ে লাল পতাকা উত্তোলন শুরু করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মালেক বলেন, করোনা ভাইরাস সংক্রমন রোধ এবং এলাকাবাসীকে সচেতন করতে উপজেলা প্রশাসন প্রবাসীদের বাড়িতে লাল পতাকা উত্তোলন শুরু করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।