বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
লক্ষ্মীপুরে হোম কোয়ারেন্টিনে থাকা এক প্রবাসীর বাড়িতে লাল পতাকা ঝুলানো হয়েছে। সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ডেঙ্গু হাজী বাড়িতে ইতালি ফেরত ব্যক্তির বাসার সামনে মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুর রিদোয়ান আরমান শাকিলের নির্দেশে পতাকাটি ঝুলানো হয়। এসময় ইতালি ফেরত ঐ ব্যক্তির তথ্য ছক তার বাড়ির দেওয়ালে লাগানো হয়েছে। একই সঙ্গে তাকে করোনা সংক্রান্ত বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয়।
লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুর রিদোয়ান আরমান শাকিল সাংবাদিকদের বলেন, প্রবাসীরা সবচেয়ে বেশি করোনা ঝুঁকিতে রয়েছে। এজন্য প্রবাসী ব্যক্তি ও তাদের পরিবারের সঙ্গরোধ নিশ্চিত করতে লাল পতাকা দিয়ে চিহ্ন দেওয়া হয়েছে। ভাইরাসটির পাদুর্ভাব কমাতে প্রবাসীদেরকে সচেতনতামূলক দিকনির্দেশনা দেওয়া হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।