প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বছরের শুরুতে চীনের উহান থেকে যাত্রা শুরু করে আড়াই মাসে বিশ্বের প্রায় সব দেশে পৌঁছে গেছে নভেল করোনাভাইরাস বা কোভিড–১৯। ৩ লাখের বেশি মানুষ আক্রান্ত, মৃতের সংখ্যা ১৩ হাজার ছাড়িয়েছে। বর্তমান প্রজন্মের সবচেয়ে ভয়াবহ এই স্বাস্থ্যসংকটে দিশাহারা পৃথিবী।
এই পরিস্থিতিতে দেশের বৃহৎ ব্যবসায়িক প্রতিষ্ঠানকে করোনায় মানুষের জন্য এগিয়ে আসার আহ্বান জানালেন জনপ্রিয় নায়ক ওমর সানী।
২৩ মার্চ ফেসবুকে নিজের প্রোফাইলে লেখেন, ‘বাংলাদেশর যে সব বড় বড় কোম্পানি আছে বটবৃক্ষ, তাদের কাছে আমার অনুরোধ, আল্লাহ আপনাদের অনেক দিয়েছে, আরও দিক সে দোয়া করি। এই ক্রান্তিলগ্নে আমাদের মতো সাধারণ মানুষের পাশে এসে দাঁড়ান বড় বড় কোম্পানির কাছে অনুরোধে ভিক্ষা চাই।’
গত ২১ মার্চ বাংলাদেশসহ কয়েকটি দেশে মাস্ক, করোনা টেস্ট কিট আর নিরাপত্তা পোশাক অনুদান দেওয়ার ঘোষণা দেন অনলাইন প্লাটফর্ম আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা।
বিষয়টি উল্লেখ করে ওমর সানী আরও বলেন, ‘আলিবাবা কেন ক্রেডিট নেবে? ব্রিটিশ কোম্পানি কেন ক্রেডিট নেবে? সরকারকে সহযোগিতা করুন, আমাদেরকে সহযোগিতা করুন আল্লাহ সবাইকে এই গজব থেকে মুক্তি দিন।’
সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব থাকেন চিত্রনায়ক সানী। আগেও বিষয়টি নিয়ে কথা বলেছেন। এছাড়াও করোনা ক্রাইসিস নিয়ে নিয়মিতই নিজের মতামত জানাচ্ছেন তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।