Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাতক্ষীরায় ১১৬০ জন হোম কোয়ারেন্টাইনে

পুলিশের কুইক রেসপন্স টিম গঠন

সাতক্ষীরা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ মার্চ, ২০২০, ৪:৩৮ পিএম

সাতক্ষীরায় নতুন করে ১৯৭ জন হোম কোয়ারেন্টাইনে। এনিয়ে মঙ্গলবার (২৪ মার্চ) বিকাল চারটা পর্যন্ত হোম কোয়ারেন্টাইনের সংখ্যা দাঁড়ালো ১১৬০ জনে। এরা সবাই ভারত, ইটালি, মালয়েশিয়া, সিঙ্গাপুর, কুয়েত, সৌদি আরবসহ বিভিন্ন দেশ থেকে ফিরে এসেছেন বলে সিভিল সার্জন কার্যালয় থেকে জানা গেছে।
এদিকে, করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে জেলা পুলিশ ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। ইতোমধ্যে পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জেলায় পুলিশের কুইক রেসপন্স টিম গঠন করেছেন। টিমের সদস্যদেরকে এ্যম্বুলেন্স, গাড়ীসহ প্রয়োজনীয় যন্ত্রপাতি প্রদান করা হয়েছে। হাতে কলমে প্রশিক্ষণপ্রাপ্ত এসব সদস্যরা করোনা ভাইরাসে আক্রান্তদের সাহায্যে দিন-রাত কাজ করবে।
পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি করার কাজে নিয়োজিত রয়েছে জেলার সকল পুলিশ সদস্য। একই সাথে পরিস্থিতি মোকাবেলায় সবধরণের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তিনি আরো বলেন, মঙ্গলবার (২৪ মার্চ) পুলিশ সদস্যদের মাঝে পারসোনাল প্রকেক্টশন ইকুয়েন্টমেন্ট (পিপিই) বিতরণ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ