বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
করোনাভাইরাস প্রতিরোধ কল্পে জেলা প্রশাসনকে সহায়তার জন্য টাঙ্গাইলে সেনাসদস্য মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে সোমবার ঘাটাইল সেনানিবাসের লেঃ কর্নেল সোহেল এর নেতৃত্বে সেনাবাহিনীর একটি প্রতিনিধি দল জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলামের সাথে স্বাক্ষাত করেন।
এসময় সেনাবাহিনী বেসামরিক প্রশাসনকে সহায়তার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন। এময় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ওয়াহিদুজ্জামান। আজ থেকে জেলা সদর ছাড়াও জেলার ১২টি উপজেলায় বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য সেনাবাহিনী কার্যক্রম শুরু করেছে।
জেলা প্রশাসক বলেন, দেশব্যাপী করোনা (কোভিড ১৯) এর বিস্তার রোধে জনগণের মধ্যে সামাজিক দূরত্ব, রোগীদের চিকিৎসা ব্যবস্থা এবং সন্দেহ ভাজন ব্যক্তিদের কোয়ারেন্টাইন ব্যবস্থা পর্যালোচনা পূর্বক কার্যকর সহায়তা দানে টাঙ্গাইল জেলায় সেনাবাহিনী কাজ করবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।