বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বাংলাদেশে আরও ৬ জন নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৩৯ জন। এছাড়া এই ভাইরাসের আরও একজনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে মৃতের সংখ্যা ৪ জন। মৃত্যু ব্যক্তির বয়স ৭০ বছরের বেশি। তিনি দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
মঙ্গলবার (২৪ মার্চ) ‘হেলথ মিনিষ্ট্রি মিডিয়া ইউং’ ফেসবুকে পেইজ-এ লাইভ সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট- আইইডিসিআর। ফেসবুক লাইভে আইইডিসিআর এর পরিচালক প্রফেসর ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এসব তথ্য জানান। তিনি জানান, গত ২৪ ঘন্টায় হটলাইনে ১৭ শ’ কল পেয়েছি। এ সময়ে নমুনা সংগ্রহ করা হয়েছে ৯২টি। এ পর্যন্ত নমুনা সংগ্রহ করা হয়েছে সর্বমোট ৭১২ জনের। একই সঙ্গে আইসোলেশনে আছেন ৪০ জন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ৪৬ জন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।