Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গৃহবন্দি ক্যাটরিনা নিজেই করছেন নিজের কাজ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৪ মার্চ, ২০২০, ৩:০০ পিএম

প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে গোটা বিশ্বে যে যেভাবে পারছে নিজেকে গৃহবন্দি করছে। এ আতঙ্কের জেরে জেরে আপাতত ঘরবন্দি প্রায় গোটা ভারতীয় মানুষ। দেশেটির কোনও রাজ্যে লকডাউন আবার কোথাও ১৪৪ ধারা। গোটা দেশ কার্যত অবরুদ্ধে। করোনা আতঙ্কের জেরে তাই সাধারণ মানুষ যেমন নিত্য দিনের কাজ খেকে কিছুদিনের জন্য নিস্তার পেয়েছেন, তেমনি শ্যুটিং বন্ধ করে দিয়েছেন তারকারাও।

সালমান খান, কারিনা কাপুর কান, মালাইকা অরোরাদের মতো এবার তাই ঘরের মধ্যে বন্দি থেকে নিজের কাজ নিজেই করতে শুরু করে দিয়েছেন ক্যাটরিনা কাইফও।

সম্প্রতি নিজের বেশ কয়েকটি ভিডিও শেয়ার করেন ক্যাটরিনা। যার কোনটিতে ক্যাটকে গিটার বাজাতে দেখা যায়, আবার কোনওটায় দেখা যায় শরীর চর্চা করতে। এবার ক্যাট শেয়ার করলেন বাসন মাজার একটি ভিডিও।

গোটা দেশের সঙ্গে মুম্বইও যখন লকডাউন, তখন বাড়ির পরিচারিকাকেও ছুটি দিয়েছেন বলিউড অভিনেত্রী। ফলে নিজের কাজ নিজেই করতে শুরু করেছেন সালমান খানের প্রাক্তন বান্ধবী। শুধু তাই নয়, কীভাবে নিজের বাজন নিজেই মাজতে হয়, তাও ভক্তদের দেখিয়ে দেন বি টাউনের এই প্রথম সারির অভিনেত্রী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ