মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সতর্কতামূলক সউদী আরবের সমস্ত মসজিদ বন্ধ ঘোষণা করা হয়েছে। এরপরেও পবিত্র দুই মসজিদ আল হারামাইনিশ শারিফাইনে স্বল্প পরিসরে নামাজ জারি রয়েছে।
একইসঙ্গে সংশ্লিষ্ট দায়িত্বশীলগণ পবিত্র দুই মসজিদে জামাতের ব্যাপারেও সচেতন রয়েছেন। সেদিকে লক্ষ্য রেখেই মদিনা মুনাওয়ারার মসজিদে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে পরিচ্ছন্নতাকর্মীদের নিয়ে নামাজ পড়েছেন একজন ইমাম।
গতকাল সোমবার এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়- সেখানে দেখা যায়, একই রকম পোশাক পরিহিত পরিচ্ছন্নতাকর্মীরা একজন ইমামের পিছনে জামাতের সঙ্গে নামাজ আদায় করছেন।
ভাইরাল হওয়ার পরেই নেটিজেনদের প্রশংসায় ভাসছেন ওই ইমাম এবং মুসল্লিরা। দিনরাত আল্লাহর ঘরের খেদমত করলেও এসব কর্মীরা সাধারণত মূল জামাতে নামাজ আদায়ের সুযোগ পান না। সেই হিসেবে তাদের একত্রে মূল জামাতে নামাজ পড়াকে ঐশী সম্মান আখ্যায়িত করেছেন একজন টুইটার ব্যবহারকারী।
আরেকজন মন্তব্য করেছেন, তারা আল্লাহর ঘরের খেদমত করে- এজন্য আল্লাহ তাদের এভাবে সম্মানিত করলেন; মুক্তাদির কাতারে শুধুই পরিচ্ছন্নতাকর্মীরা নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ! (আল্লাহ মহা পবিত্র) মানুষের মধ্য থেকে এরাই তাঁর পছন্দের বান্দা।
সউদীর স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাঠানো তথ্য অনুযায়ী, দেশটিতে মহামারি ভাইরাসটির থাবায় এখনো কোনো প্রাণহানি না ঘটলেও করোনায় আক্রান্ত হয়েছেন ৫১১ জন। এমন প্রেক্ষাপটে দেশজুড়ে কারফিউ জারির ঘোষণা করেন বাদশাহ সালমান।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, উৎপত্তিস্থল চীনের সীমা অতিক্রম করে এর মধ্যে বিশ্বের অন্তত ১৯২টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। বিশ্বব্যাপী ভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় ৩ লাখ ৩৭ হাজার মানুষ। আর করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যাও এরই মধ্যে ১৬ হাজার ছাড়িয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।