Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনা মোকাবেলায়: কর্মপদ্ধতি নির্ধারণে চট্টগ্রামে প্রশাসন-সশস্ত্র বাহিনীর সভা

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৪ মার্চ, ২০২০, ১:১২ পিএম

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সার্বিক প্রস্তুতি নিয়ে প্রশাসন, সশস্ত্র বাহিনীর কর্মপদ্ধতি নির্ধারণে সভা করছেন সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধতন কর্মকর্তারা। মঙ্গলবার চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে এ সভা হয়। জানা গেছে, সভায় করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রশাসন ও সশস্ত্র বাহিনী কি কি কাজ করবে সে বিষয়ে একটি কর্মপরিকল্পনা তৈরি করা হয়। কর্মপরিকল্পনা ধরে একযোগে তারা মাঠে নামবেন সবাই।
সভায় বিভাগীয় কমিশনার এবিএম আজাদ, সশস্ত্র বাহিনীর ঊর্ধতন কর্মকর্তা, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার মোহাম্মদ মাহাবুবর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেনমহ প্রশাসন, সশস্ত্র বাহিনী, পুলিশ, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ