Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহদিপুর-সোনামসজিদ বন্দরে আমদানি-রফতানি বন্ধ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ মার্চ, ২০২০, ১১:১০ এএম

করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে চাঁপাইনবাবগঞ্জের মহদিপুর-সোনামসজিদ বন্দরে টানা চার দিন আমদানি-রফতানি বন্ধ করা হয়েছে।

মঙ্গলবার থেকে ২৭ মার্চ পর্যন্ত সব ধরনের আমদানি-রফতানি বন্ধ ঘোষণা করেছে ভারতীয় মহদিপুর স্থলবন্দর এক্সপোর্ট ও ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন।

এ বিষয়ে সোনামসজিদ কাস্টমসের সহকারী কমিশনার সাইফুর রহমান জানান, ভারতীয় মহদিপুর স্থলবন্দর এক্সপোর্ট ও ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন চার দিন আমদানি-রফতানি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। পরিপ্রেক্ষিতে ২৪-২৭ মার্চ পর্যন্ত চার দিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে।

সোমবার বিকালে মহদিপুর স্থলবন্দর এক্সপোর্ট-ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত একটি পত্রে সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপকে জানিয়েছে।

এ ছাড়া সোনামসজিদ কাস্টমস, সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনকেও অনুরূপ পত্র দিয়েছে।

পত্রে বলা হয়েছে, আগামী ২৮ মার্চ থেকে মহদিপুর স্থলবন্দর দিয়ে সব ধরনের আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ