বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বাংলাদেশে প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। কিভাবে এই ভাইরাস মোকাবেলা করবে সেটা নিয়ে মানুষের মধ্যে আছে দুশ্চিন্তা। এরই মধ্যে অতি দরিদ্র পরিবারের পাশে দাঁড়ালেন গাজীপুর মহানগর যুবলীগের আহবায়ক কামরুল আহসান সরকার রাসেল।
তিনি গতকাল দুপুরে নগরীর দুই শতাধিক অতিদরিদ্র শ্রমজীবী পরিবারের মাঝে এক মাসের চাল, ডাল, তেলসহ প্রয়োজনীয় জিনিসপত্র তুলে দিয়েছেন। কর্মহীন দুই শতাধিক পরিবারের এক মাসের খাবারের দুশ্চিন্তা দূর করলেন রাসেল সরকার। গাজীপুরের ভোগড়া এলাকায় নিজ বাড়ির পাশেই ওইসব মানুষের মধ্যে খাবার তুলে দেন তিনি। করোনা সচেতনতায় লোক সমাগম কমিয়ে এসব খাবার সামগ্রী বিতরণ করা হয়। দুঃসময়ে খেটে খাওয়া মানুষগুলো খাবার পেয়ে বেশ খুশি।
লক্ষ্মীপুর থেকে আসা প্রতিবন্ধী আশরাফুল ইসলাম বলেন, চৌরাস্তায় বসে বাদাম বিক্রি করে যা পেতাম তাই দিয়ে সংসার চলতো কিন্তু এখন রাস্তায় কোন লোক নাই বিক্রিও নাই। পরিবারের খাবার নিয়ে খুব চিন্তায় ছিলাম কিন্তু আল্লাহর রহমত হইছে রাসেল সরকার আমাদের এক মাসের খাবার দিয়েছে।
জয়দেবপুর বাজারের পান বিক্রেতা ষাটোর্ধ্ব কালাম বলেন, জন্মের পর এমন অবস্থা কোন সময় দেখি নাই। করোনার কারণে মানুষ সবাই ঘরে ঢুকছে কিন্তু আমাগো পেট তো বন্ধ রাখতে পারি না, খুব চিন্তায় ছিলাম। অন্তত এক মাস খাবার নিয়ে ভাবতে হবে না।
কামরুল আহসান সরকার বলেন, আমি খুব কাছ থেকে দেখছিলাম, তারা খুব কষ্টের মধ্যে সময় কাটাচ্ছে। আমার সাধ্যমতো পাশে দাড়িয়েছি। যার সামর্থ্য আছে সবারই এসব মানুষের পাশে দাঁড়ানো উচিত।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।