Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুড়িগ্রামে নতুন জেলা প্রশাসকের মতবিনিময়

কুড়িগ্রাম জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৪ মার্চ, ২০২০, ১২:৩৭ এএম

কুড়িগ্রামে সদ্য যোগদানকৃত জেলা প্রশাসক মো. রেজাউল করিম করোনা মোকাবেলায় সকলকে নিজ নিজ জায়গা থেকে সতর্ক হয়ে কাজ করার পরামর্শ দিয়েছেন। গতকাল সোমবার সকালে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সরকারি-সেবরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। জেলা প্রশাসক জানান, এই পরিস্থিতিতে সরকারের নির্দেশনা অনুযায়ী ৩১ মার্চ পর্যন্ত এনজিওদের কিস্তি গ্রহণে চাপাচাপি না করতে বলা হয়েছে। প্রতিটি অফিসে কর্মকর্তা ও কর্মচারীদের নিরাপত্তার দিকটি কঠোরভাবে মেনে চলতে বলা হয়েছে। মতবিনিময় পরবর্তী জেলা পর্যায়ের ১০ সদস্য বিশিষ্ট করোনা নিয়ে জেলা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে হাসপাতাল চত্বর, পৌরসভায় অভিযান পরিচালনার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। তথ্য অফিস থেকে ইতিমধ্যে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টিতে প্রচারণা শুরু করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জেলা-প্রশাসক
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ