Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হলিউড প্রযোজক হার্ভে ওয়েনস্টেইন করোনাভাইরাসে আক্রান্ত

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০২০, ৮:৪৯ পিএম

একাধিক ধর্ষণ ও যৌন নির্যাতনে অভিযুক্ত প্রভাবশালী হলিউড প্রযোজক হার্ভে ওয়েনস্টেইনকে আপাতত নিউইয়র্কে জেলে আইসোলেশনে রাখা হয়েছে। হার্ভের বিরুদ্ধে ধর্ষণ ও যৌন নির্যাতনের অভিযোগ জানিয়েছেন শতাধিক নারী। তাদের মধ্যে বেশির ভাগই বিখ্যাত হলিউড অভিনেত্রী। -সিএনএন, আরটি
নিউইয়র্কের ওয়েন্ডে কারাগারে অনেকেই হার্ভের কাছে গিয়েছিলেন। ফলে তারাও করোনাভাইরাসে আক্রান্ত হলেন কি না সে নিয়েও দুঃশ্চিন্তায় আছেন সংশ্লিষ্টরা।
গত ১১ মার্চ জেসিকা মেন ও প্রোডাকসন অ্যাসিস্ট্যান্ট মিমি হালেইকে ধর্ষণ ও যৌন নির্যাতনের অপরাধে হার্ভেকে ২৩ বছরের কারাদণ্ড দেয় মার্কিন আদালত। তার দিন কয়েক আগে হার্ভে ম্যানহাটনে হার্টের সমস্যা নিয়ে ভর্তি ছিলেন। হার্ভের ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপও রয়েছে। ওয়েন্ডেতে দুজন বন্দির দেহে করোনা ধরা পড়েছে। তার মধ্যেই একজন হলো এই হার্ভে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

১৫ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ