Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

কুড়িগ্রামের রৌমারীর গয়টাপাড়া সীমান্তে ভারতীয় গরুসহ একজন আটক

কুড়িগ্রাম | প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০২০, ২:২৫ পিএম

কুড়িগ্রামের রৌমারীর গয়টাপাড়া সীমান্তে ভারতীয় গরুসহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ জামালপুর বিজিবি। বিজিবি জানায়,জেলার রৌমারী উপজেলার গয়টাপাড়া সীমান্তে সীমান্ত পিলার ১০৬০ নং এর কাছে ৬ সদস্যের একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চরেরগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় কাটাতাঁরের বেড়ার উপর দিয়ে বাঁশের আড়কির সাহায্যে গরু পারাপারের সময় একজনকে দুইটি ভারতীয় গরুসহ আটক করে বিজিবি। আটককৃত আসামী আইয়ুব আলী (২২) রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের চরের গ্রাম এলাকার মৃত জাহের আলীর ছেলে। এ ব্যাপারে ৩৫-জামালপুর বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লে. কর্নেল এস এম আজাদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান,আটককৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।রৌমারী থানায় মামলা রুজুর মাধ্যমে গরুসহ আসামীকে পুলিশের নিকট সোপর্দ করা হচ্ছে ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ