Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মালয়েশিয়া প্রবাসী নারীর লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০২০, ১১:০০ এএম

রাজধানীর খিলগাঁওয়ে আমেনা (২৮) নামে এক মালয়েশিয়া প্রবাসী নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার সন্ধ্যায় তিলপাপাড়া এলাকার বহুতল ভবনের ছয়তলা থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্বজনরা জানান, ছয় মাস আগে মালয়েশিয়া থেকে দেশে আসেন ওই নারী। তিন মাস আগে স্বামী কালামের সঙ্গে তার ডিভোর্স হয়। এর পরই ৯ বছর বসয়ী সন্তান নয়নকে নিয়ে একাই ঢাকায় থাকতেন ওই নারী।

খিলগাঁও থানার ওসি মশিউর রহমান জানান, গত ২৮ ফেব্রুয়ারি দুই রুমের এ বাসা ভাড়া নেন আমেনা। দুপুরে এই বাসা থেকে এক ব্যক্তিকে তাড়াহুড়া করে নামতে দেখে তার ছেলে নয়ন। পরে ওপরে গিয়ে মায়ের লাশ দেখতে পায়। এর পর পুলিশে খবর দেয়া হয়।

ওই নারীকে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে অজ্ঞাত ওই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবদ করলে এ ঘটনার সঠিক তথ্য জানা যাবে।

নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ