পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
করোনাভাইরাসের কারণে উধাও হয়ে গেছে হ্যান্ড স্যানিটাইজার ও হ্যাক্সিসল। ফার্মেসি বা সুপারসপ কোথাও পাওয়া যাচ্ছে না বাজারে প্রচলিত সব ধরণের জীবানুনাশক। যে দু’এক জায়গায় পাওয়া যাচ্ছে সেখানে বাড়তি দামে হ্যান্ড স্যানিটাইজার কিনতে হচ্ছে ক্রেতাদের। পণ্যে দাম লিখা অংশ কলমে কেটে বাড়তি মূল্য লিখে রাখছেন অসাধু ব্যবসায়ীরা।
ক্রেতাদের অভিযোগ, বিভিন্ন সময়ে দুর্যোগ দেখা দিলে একটি অসাধু চক্র জরুরি জিনিসপত্র মজুত করে, দাম বাড়িয়ে দেয়। আর এখন সেই সুযোগ গ্রহণ করছেন অসাধু ব্যবসায়ীরা। তবে হ্যান্ড স্যানিটাইজার না থাকার বিষয়ে সরবরাহ কম থাকার অজুহাত দেখাচ্ছেন দোকানদাররা। তাদের মতে, কোম্পানি থেকে চাহিদার তুলনায় সরবরাহ কম। চাহিদার তুলনায় হ্যান্ড স্যানিটাইজার বিক্রি করতে পারছেন না। খালি হাতে ফেরাতে হচ্ছে ক্রেতাদের। ফার্মেসিতে কোনো প্রকার মাস্কও পাওয়া যাচ্ছে না। যা আসে তা সল্প সময়েই বিক্রি হয়ে যায়। আবার অনেকেই অগ্রিম অর্ডার দিয়ে রাখছেন। তাই যারা আগে অর্ডার দিচ্ছেন তাদেরকে আগে স্যানিটাইজার দেয়া হচ্ছে।
এদিকে সংকট মোকাবেলায় ব্যক্তিগত উদ্যোগে হ্যান্ড স্যানিটাইজার উৎপাদন করছে অনেক প্রতিষ্ঠান। আজ থেকে মাঠ পর্যায়ে স্যানিটাইজার বিক্রি করবে রাষ্ট্রায়াত্ত প্রতিষ্ঠান ক্যারু এন্ড কোং।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।