Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাদুঘরে মৃৎশিল্পকর্ম প্রদর্শনীর উদ্বোধন কাল

প্রকাশের সময় : ১৪ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : মৃৎশিল্প বাংলার লোকশিল্পের অনন্য নিদর্শন। আমাদের গৌরব ও ঐতিহ্যের অংশ। বাংলার তামলুক, হরিনারায়ণপুর ও চন্দ্রকেতুগড়ে খৃষ্টপূর্ব তৃতীয় শতকের মৃৎশিল্পের নিদর্শন আবিষ্কৃৃত হয়েছে। লোকায়ত শিল্পকলার ঐতিহ্যকে তুলে ধরার জন্য বাংলাদেশ জাতীয় জাদুঘর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগের ছাত্রদের পোড়ামাটির শিল্পকর্ম এবং বাংলাদেশ জাতীয় জাদুঘরের সংগৃহীত লোকায়ত মৃৎশিল্পকর্মের বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছে। মৃৎশিল্পের বিবর্তনের চিত্র এ প্রদর্শনীর মাধ্যমে অবলোকন করা যাবে। আগামীকাল শুক্রবার বিকাল ৪:০০টায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসদুজ্জামান নূর প্রধান অতিথি হিসেবে জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী গ্যালারিতে আয়োজিত এই মৃৎশিল্প প্রদর্শনীর উদ্বোধন করবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন দেশবরেণ্য শিল্পী রফিকুন নবী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাদুঘরে মৃৎশিল্পকর্ম প্রদর্শনীর উদ্বোধন কাল
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ